গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

ছবি: মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

গত বছরের নভেম্বরে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম ঘোষণার সময়েই জানা গিয়েছিল ২০২৭ সালের ১১ মার্চ শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার 'বিশেষ' এই ম্যাচটি। এবার আয়োজক সিএ ম্যাচটিকে ঘিরে তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
ম্যাচটি গোলাপি বলে কেন হবে সেটা নিয়েও নিজেদের অবস্থান পরিস্কার করেছে সিএ। এর মূল কারণ মাঠে দর্শক উপস্থিতি বাড়ানো। মার্চে অস্ট্রেলিয়ায় কোনও ছুটি থাকে না। আর তাই দর্শক উপস্থিতি বাড়ানোর জন্য দিন-রাতের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। আর ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদ্যাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত।’

টেস্ট ক্রিকেটের পথচলা শুরু হয়েছিল মেলবোর্নে, ১৮৭৭ সালের ১২ মার্চ। যদিও শুরুতে সেটি 'টেস্ট ম্যাচ' তকমা পায়নি। পরে আনুষ্ঠানিকভাবে এটাকে 'টেস্ট ম্যাচ' হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই ম্যাচে ৪৫ রানে জিতে অস্ট্রেলিয়া।
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
পরবর্তীতে ১৯৭৭ সালের মার্চে টেস্ট ক্রিকেটের ১০০ বছর পূর্তিতে এই দুটি দলকে নিয়েই মেলবোর্নে বিশেষ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়। অনেকটা বিস্ময়করভাবে শতবর্ষ পূর্তির এই বিশেষ টেস্টেও ইংল্যান্ডকে ৪৫ রানে হারায় অস্ট্রেলিয়া।
এই ধারাবাহিকতায় এবারও ১৫০ বছর পূর্তির আয়োজন চলছে। তবে বিশেষ এই ম্যাচটি অনেকটা 'ফ্রেন্ডলি ম্যাচে'র মতোই। কেননা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না এই ম্যাচটি। একইসাথে এটি কোনো সিরিজেরও অংশ নয়। এমসিজিতে এটাই হবে ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট। এ বছর মেয়েদের অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এখানে।