এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক
ছবি: সেঞ্চুরি করে অভিষেক শর্মার উদযাপন, বিসিসিআই
শেষ টি-টোয়েন্টিতে ১৩ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস বাঁহাতি ব্যাটারকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৯ নম্বরে থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন তিনি। প্রথম তিন ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১১৫ রান করে ৫৯ ধাপ এগিয়েছিলেন অভিষেক। চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন ৪০তম অবস্থানে থেকে।
অভিষেকের মাঝে হেড-শেবাগদের ছায়া দেখছেন হরভজন
২১ ঘন্টা আগেসিরিজের শেষ দুই ম্যাচে ১৬৪ রান করে আরও ৩৮ ধাপ এগিয়েছেন ভারতের এই ওপেনার। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ফলে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৭ ধাপ এগিয়েছেন অভিষেক। বাঁহাতি ব্যাটারের উপরে আছেন কেবল হায়দরাবাদের সতীর্থ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। ৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সবার উপরে আছেন।
অভিষেকের এমন লম্বা লাফে শীর্ষে দশে থাকা ক্রিকেটারদের মাঝে এক ধাপ করে পিছিয়ে গেছেন তিলক ভার্মা, ফিল সল্ট, সূর্যকুমার যাদব, জস বাটলার, বাবর আজম, পাথুম নিশানকা এবং মোহাম্মদ রিজওয়ান। সেরা দশের বাইরে থাকাদের মাঝে যশস্বী জয়াসাওয়াল, নিকোলাস পুরান, জশ ইংলিসরাও পিছিয়ে গেছেন।
ভারতের ওয়ানডে দলে জায়গা পেলেন বরুণ
২৩ ঘন্টা আগেভারতের ব্যাটারদের মাঝে হার্দিক পান্ডিয়া ৫ ধাপ, শিভাম দুবে ৩৮ ধাপ এগিয়েছেন। বল হাতে ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন বরুণ চক্রবর্তী। দারুণ বোলিংয়ে ১৪ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরাও। এমন পারফরম্যান্সে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি এই রহস্যময় স্পিনার। ৩ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে গেছেন তিনি।
যদিও দুইয়ে থাকা আদিল রশিদের সমান ৭০৫ রেটিং পয়েন্ট বরুণের। এদিকে শেষ দুই ম্যাচে ভালো করতে না পারায় শীর্ষ স্থান হারিয়েছেন আদিল। কোন ম্যাচ না খেলেই শীর্ষে উঠে গেছেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৭০৭। চার ধাপ এগিয়ে ছয়ে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণই। সেরা দশে থাকা জফরা আর্চার, আর্শদীপ সিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাডাম জাম্পার অবনতি হয়েছে।