promotional_ad

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কোহলি

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্মলগ্ন থেকেই শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর এতেই আইপিএল ইতিহাসে বিরল একটি রেকর্ড গড়েছেন তিনি।




এমনকি ২০১৬ সালে কোহলি ঘোষণা দিয়েছিলেন যে আইপিএলে শুধুমাত্র আরসিবির হয়েই খেলতে চান তিনি। আর তাকে আইপিএল ইতিহাসের সবচাইতে দামী ক্রিকেটার বানিয়ে যেন সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 




উল্লেখ্য, এবারের আইপিএলের ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে। আর এই সুযোগে আরসিবি কোহলিকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছে।



promotional_ad



আর ১৭ কোটি রুপি পাওয়ায় আইপিএলের ইতিহাসের সবচাইতে দামী ক্রিকেটারে পরিণত হয়েছেন ভারতীয় অধিনায়ক। এর আগে ২০১৫ সালের আইপিএলে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং কে ১৬ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।




এবার সেই রেকর্ডটিও নিজের দখলে আনলেন কোহলি। এদিকে কোহলি ছাড়াও দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ভারতীয় লেগস্পিনার সরফরাজ খানকে ধরে রেখেছে আরসিবি।





প্রসঙ্গত, ২০১৩ সাল থেকেই আরসিবির অধিনায়ক হিসেবে আছেন কোহলি। দলের হয়ে শিরোপা না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরই এগিয়ে ছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ১৪৯ ম্যাচে ৪৪১৮ রান করেছেন কোহলি। 




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball