promotional_ad

আইপিএল শেষ ফিলিপসের

গুজরাটের জার্সিতে গ্লেন ফিলিপস
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।

promotional_ad

৬ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষেও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। চতুর্থ ওভারের সময় বল ছুঁড়ে মারতে গিয়ে কুঁচকিতে টান লাগে ফিলিপসের। এরপর প্রাথমিক চিকিৎসা নিলেও অবস্থা বেগতিক দেখে মাঠ ছাড়তে হয় এই কিউই ক্রিকেটারকে।


আরো পড়ুন

ফিলিপস ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

৯ ফেব্রুয়ারি ২৫
অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলার পথে গ্লেন ফিলিপস, ফাইল ফটো

সেই সময়ই ধারণা করা হচ্ছিল গুরুতর কিছু হতে পারে ফিলিপসের। হয়েছেও তাই। কুঁচকির চোটে আইপিএল থেকে ছিটকে গেছেন ফিলিপস। চোটের এক সপ্তাহ পর গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে এই কিউই ক্রিকেটারকে এবারের আইপিএলে আর পাওয়া যাবে না।


promotional_ad

ফিলিপস সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তারা শুধু জানিয়েছে এই চোটের কারণে আইপিএল ছেড়ে নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে গেছেন ফিলিপস। এখনও এই ক্রিকেটারের বদলি ঘোষণা করেনি গুজরাট।


আরো পড়ুন

রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে শীর্ষে গুজরাট

৯ এপ্রিল ২৫
রাজস্থানের উইকেট উদযাপনে গুজরাটের ক্রিকেটাররা

এর আগে গত ৩ এপ্রিল গুজরাটের আরেক বিদেশি ক্রিকেটার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান। আইপিএলের মেগা নিলাম থেকে তারা ৭ জন বিদেশি ক্রিকেটার কিনেছিল। এর মধ্যে পাঁচজন কেবল অবশিষ্ট আছেন।


এবারের আইপিএলে দারুণ ফর্মে আছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট। এরই মধ্যে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। শনিবার দলটি নিজেদের ষষ্ঠ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামতে চলেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball