জাতীয় দলের জন্য আর্থিক ক্ষতি মাথা পেতে নেবেন ব্রুক

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ব্রুক

এই সিরিজ দিয়েই ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন ব্রুক। ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে চলতি আইপিএলেও খেলছেন না এই মারকুটে ব্যাটার। আইপিএলের মেগা নিলাম থেকে এই ইংলিশ ক্রিকেটারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক
৭ এপ্রিল ২৫
নাম সরিয়ে নেয়ায় ব্রুক আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে এই ক্রিকেটার দেশের ক্রিকেটের জন্য নিষেধাজ্ঞা বয়ে বেড়ানোকে খুব একটা আমলে নিচ্ছেন না। আপাতত ইংল্যান্ড দলকে কীভাবে সামনে এগিয়ে নেয়া যায় সেই ভাবনাতেই আছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রুক বলেছেন, ‘অবশ্যই এই মুহূর্তে এটা (আইপিএলে নিষেধাজ্ঞা) আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি শুধু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে চাই। গত কয়েক বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছি, এখনো সেভাবেই করতে চাই। আশা করি, দলকে সামনে এগিয়ে নিতে বড় প্রভাব ফেলতে পারব।’

আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুক। জানিয়েছেন অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের গুরুত্বই তার কাছে সবচেয়ে বেশি। তাই আপাতত প্রায়োরিটি লিস্টে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নেই তা খোলাসা করেই জানিয়েছেন তিনি।
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
ব্রুকের ভাষ্য, ‘ইংল্যান্ডই আমার অগ্রাধিকার ও এগিয়ে যাওয়ার পথ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আমি কিছু সময়ের জন্য পেছনে রাখছি। দিন শেষে আমি অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলা বেশি উপভোগ করি। তাই এখানে-সেখানে কিছু টাকা হারাতে হলেও জাতীয় দলের স্বার্থে তা মেনে নেব।’
ইংল্যান্ডকে এর আগেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে ব্রুকের। এমনকি ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বে সুপার লিগের প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে হেরে সেবার কপাল পুড়েছিল ব্রুকদের। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। যদিও সেবার ৩-২ ব্যবধানে সিরিজ হার সঙ্গী হয়েছিল ইংলিশদের।