promotional_ad

ব্রুকের শাস্তি বাড়াবাড়ি নয়, ধারণা মঈন আলীর

মঈন আলী ও হ্যারি ব্রুক
আইপিএলের নিলাম থেকে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই এই ক্রিকেটার এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

promotional_ad

নিয়ম অনুযায়ী চোট-আঘাত বা শারীরিক সমস্যা ছাড়া অন্য কোনও কারণে শেষ মুহূর্তে কোনও বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিলে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই শাস্তি পেলেন ব্রুক।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

অনেকেই ব্রুকের এই শাস্তিকে কঠোর বলছেন। তবে ব্রুকের সতীর্থ মঈন আলী মনে করেন ঠিক কাজই হয়েছে ব্রুকের সঙ্গে। আইপিএলে ব্রুককে নিয়ে বিস্তর পরিকল্পনা ছিল দিল্লির। তবে এই ক্রিকেটারকে না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে ফ্র্যাঞ্চাইজিটির।


পরবর্তীতে অন্য ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিতে ভাববেন বলেই মনে করেন মঈন। তিনি বলেছেন, 'মোটেই কঠোর শাস্তি নয়। বরং আমি একমত। কারণ অনেকেই এই কাজ করে পার পেয়ে যায়। অতীতে অনেক বার এমন হয়েছে। আইপিএলে ফিরে আসার পর অনেকেই আগের থেকে ভাল অর্থ পেয়েছে।'



promotional_ad

আইপিএলে এর আগেও অনেক ক্রিকেটার হুট করে নিজেদের সরিয়ে নেয়ার নজির আছে। এর মধ্যে জেসন রয় ও বেন স্টোকসের মতো ক্রিকেটারও রয়েছেন। মূলত ক্রিকেটারদের অযুহাতকে প্রশ্রয় না দিতেই নতুন নিয়ম আনা হয়েছে আইপিএলে। মঈন তাই এই নিয়মের পক্ষেই সাফাই গেয়েছেন।


আরো পড়ুন

মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন

১৬ মার্চ ২৫
শাহীন শাহ আফ্রিদি

দিল্লির পক্ষ নিয়ে মঈন বলেছেন, 'সে দলের পরিকল্পনা পুরো ভেস্তে দিয়েছে। নিয়মে বলাই আছে যে পারিবারিক কারণ, চোট বা গুরুতর কিছু না হলে নির্বাসন হবেই। চোট পেলে ঠিক আছে। যদি এমনি এমনিই কেউ নাম তুলে নেয়, তাকে তো ছেড়ে দেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে দলগুলোর নির্বাসনের দাবিকে আমি সমর্থন করি। কারণ আচমকা নাম তুলে দিলে সব পরিকল্পনাই ভেস্তে যায়।'


অবশ্য ব্রুকের প্রশংসাও করেছেন মঈন। তবে তাকে খোঁচা দিতেও ছাড়ননি এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেছেন, 'ব্রুক ভাল ক্রিকেটার। তাই ওকে ঘিরেই যে দিল্লি পরিকল্পনা সাজিয়েছিল এটা বোঝা খুব স্বাভাবিক। হঠাৎ করে এ ভাবে নাম তুলে নেওয়া যায় নাকি!'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball