promotional_ad

বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
খুলনার বিপক্ষে সেঞ্চুরির পথে বিজয়, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে দল হিসেবে ভালো করতে পারছে না দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা রাজশাহী জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। কাগজে-কলমে শক্তিশালী দল না হওয়ায় খুব বেশি কিছু করতে পারছেন না এনামুল হক বিজয়। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

promotional_ad

সেঞ্চুরি পাওয়ার পরদিনই অধিনায়কত্ব হারিয়েছেন বিজয়। রাজশাহীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার জন্য বিজয়কে দায়িত্ব সরিয়ে নেয়া হয়েছে। ডানহাতি ব্যাটারের জায়গায় টুর্নামেন্টের বাকি অংশের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদকে।


আরো পড়ুন

দুইটা লো ফুল টস বল ছিল, আমার মিস হয়ে গেছে: বিজয়

২০ জানুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে বিজয়, বিসিবি

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন বিজয়। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাজশাহীর এই ব্যাটার।



promotional_ad

এদিকে এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন নতুন অধিনায়ক তাসকিনও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। কাগজে কলমে এখনও রাজশাহীর প্লে অফে খেলার সুযোগ রয়েছে। বেশ কিছু কারণেই এবারের বিপিএলে অন্যতম আলোচিত দল দুর্বার রাজশাহী। বিপিএল শুরুর আগে খুব বেশি তারকা ক্রিকেটার না থাকায় দলটির সমালোচনা হয়েছিল বেশ।


আরো পড়ুন

ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা

১৮ জানুয়ারি ২৫
রনি তালুকদারকে আউট করে সানজামুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

সেই সঙ্গে বিপিএলের মাঝ পথেও দলটির ক্রিকেটাররা পারিশ্রমিক পাননি। এই খবর জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমন অবস্থায় বিজয়ের কাঁধ থেকে অধিনায়কের দায়িত্ব সরিয়ে নেয়াও বড় আলোচনার জন্ম দিয়েছে। যদিও সবশেষ ম্যাচের সংবাদ সম্মেলনে এসে বিজয় জানিয়েছিলেন তারা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball