আমি দোষী হলে আমাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন: বিজয়
বিপিএল নিলামের আগে কয়েক দফায় বদলানো হয়েছে নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা। যদিও প্রথম দফায় খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। তবে নিলামের আগের দিন অর্থাৎ ২৯ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যে তালিকাটা দেয়া হয়েছে সেটাতে বেশ কিছু রদবদল দেখা গেছে। মাসখানেক আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিক্সিংয়ে অভিযুক্তদের নিলামে রাখা হবে না।