promotional_ad

পিএসএলের হাত ধরে শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শোয়েব আখতারের দেশে পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।

promotional_ad

ধারাবাহিক পারফরম্যান্সে ফল হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। বাংলাদেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম। 


আরো পড়ুন

নাহিদকে বিশ্রাম দেবেন কিনা এখনও নিশ্চিত নন আর্থার

১১ জানুয়ারি ২৫
বল করছেন নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

পেশাওয়ারে নাহিদ সতীর্থ হিসেবে পাচ্ছেন সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, কর্বিন বশ এবং নাজিবউল্লাহ জাদরানকে। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’


বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে পিএসএল হলেও এবার সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়টাতে। মূলত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সূচিতে পরিবর্তন আনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। নতুন সূচিতে চলতি বছরের ৮ এপ্রিল মাঠে গড়াবে পিএসএল। যার ফাইনাল হবে ১৯ মে। অর্থাৎ পিএসএল শুরু হতে মাত্র মাস তিনেকের মতো বাকি। 



promotional_ad

যদিও এখনই এসব নিয়ে ভাবতে চান না নাহিদ। রংপুরের হয়ে বিপিএল খেলতে থাকা ডানহাতি পেসারের ভাবনায় আপাতত বাংলাদেশের লিগ। নাহিদ বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’


আরো পড়ুন

পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা

১৭ ঘন্টা আগে
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর

গতির জন্য বিশ্ব জুড়ে জনপ্রিয় শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা আছে পাকিস্তানের সাবেক পেসারের কাছেই। পিএসএল খেলতে পাকিস্তানে গেলে শোয়েবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে নাহিদের। পাকিস্তানের কিংবদন্তি পেসারের সঙ্গে দেখা গেলে শিখতে চান তিনি। 


নাহিদ বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’ শোয়েবের রেকর্ড ভাঙতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball