পদত্যাগের কথা শুনিনি, ফাহিম ইস্যুতে ফারুক
ছবি: নাজমুল আবেদিন ফাহিম (বামে), ফারুক আহমেদ (ডানে), ক্রিকফ্রেঞ্জি
এ ছাড়া জুলাই–আগস্টের আন্দোলনে আহত ১০০ জনের সৌজন্য টিকিটও দেয়ার কথা ছিল দেশের ক্রিকেট বোর্ডের। তবে সবকিছুতে দেরি হওয়ায় টুর্নামেন্টের প্রথম দিনে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম! এমন অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। সেই সময় প্রেসিডেন্ট বক্সে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
এমন ঘটনার সময় সেখানে ছিলেন বিসিবির বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। এ ছাড়া অনানুষ্ঠনিকভাবে চলমান বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। যুব ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে সেদিন নাজমুল আবেদিনকে ফারুক বলেছিলেন, ‘‘ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসুন বানিয়ে দেই।’
নাজমুল আবেদিনের সঙ্গে এমন দুর্ব্যবহার নিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘দুর্ব্যবহার তো একটা আপেক্ষিক ব্যাপার। আপনাকে ছোট্ট একটা কথা বললে এটা কি দুর্ব্যবহার? এটা তো আপেক্ষিক একটা ব্যাপার।’ সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন সেদিন কাকে কী বলেছেন সেটা হয়ত তাঁর মনেও নেই। তবে সংবাদমাধ্যমে এমন খবর চলে আসার বিষয়টি ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘টিকিটের চাপ ছিল… সব মিলিয়ে প্রেসিডেস্ট হিসেবে দিনটি আমার সেরা সময় ছিল না। আপনারা সবাই জানেন, আরেকটি ঘটনাও ঘটেছে প্রেসিডেন্ট বক্সে।’
‘আমি বলেছিলাম, ‘নো কমেন্ট’, এখনও বলছি ‘নো কমেন্ট’, তবে ছিল (ঘটনা)। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল… তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি… তবে একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে এলে, তা দোষের আমি মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’
এদিকে ফারুকের সেদিনের এমন কথা একেবারেই ভালোভাবে নিতে পারেননি নাজমুল আবেদিন। এমন ঘটনার জেরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন কাণ্ডের প্রতিক্রিয়া নাজমুল আবেদিন জানিয়েছেন, যদি তার কাজের মধ্যে বাধা আসে, তবে বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত।
যদিও ফারুক জানান, নাজমুল আবেদিন পদত্যাগ করতে চান এমন কিছু তিনি শুনেননি। তবে এমন পরিস্থিতিতে কাজ করা যে কঠিন সেটা জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।’