promotional_ad

পদত্যাগের কথা শুনিনি, ফাহিম ইস্যুতে ফারুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাজমুল আবেদিন ফাহিম (বামে), ফারুক আহমেদ (ডানে), ক্রিকফ্রেঞ্জি
মাস দুয়েক ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের প্রস্তুতি নিলেও টুর্নামেন্টের প্রথমদিনে ঘটেছে বেশ কিছু বিব্রতকর ঘটনা। টিকিট না পেয়ে বিপিএল শুরুর একদিন আগে বিক্ষোভ করেছিলেন দর্শকরা। ম্যাচের দিন মিরপুর শের-ই বাংলঅ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের গেইটও ভাঙতে দেখা গেছে। জুলাই-আগষ্টে নিহত হওয়া আবু সাঈদ-মীর মুগ্ধদের স্মরণে বেশ কিছু প্রচেষ্টা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

promotional_ad

এ ছাড়া জুলাই–আগস্টের আন্দোলনে আহত ১০০ জনের সৌজন্য টিকিটও দেয়ার কথা ছিল দেশের ক্রিকেট বোর্ডের। তবে সবকিছুতে দেরি হওয়ায় টুর্নামেন্টের প্রথম দিনে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম! এমন অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। সেই সময় প্রেসিডেন্ট বক্সে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।


এমন ঘটনার সময় সেখানে ছিলেন বিসিবির বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। এ ছাড়া অনানুষ্ঠনিকভাবে চলমান বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। যুব ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে সেদিন নাজমুল আবেদিনকে ফারুক বলেছিলেন, ‘‘ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসুন বানিয়ে দেই।’


নাজমুল আবেদিনের সঙ্গে এমন দুর্ব্যবহার নিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘দুর্ব্যবহার তো একটা আপেক্ষিক ব্যাপার। আপনাকে ছোট্ট একটা কথা বললে এটা কি দুর্ব্যবহার? এটা তো আপেক্ষিক একটা ব্যাপার।’ সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন সেদিন কাকে কী বলেছেন সেটা হয়ত তাঁর মনেও নেই। তবে সংবাদমাধ্যমে এমন খবর চলে আসার বিষয়টি ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘টিকিটের চাপ ছিল… সব মিলিয়ে প্রেসিডেস্ট হিসেবে দিনটি আমার সেরা সময় ছিল না। আপনারা সবাই জানেন, আরেকটি ঘটনাও ঘটেছে প্রেসিডেন্ট বক্সে।’


promotional_ad

‘আমি বলেছিলাম, ‘নো কমেন্ট’, এখনও বলছি ‘নো কমেন্ট’, তবে ছিল (ঘটনা)। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল… তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি… তবে একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে এলে, তা দোষের আমি মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’


এদিকে ফারুকের সেদিনের এমন কথা একেবারেই ভালোভাবে নিতে পারেননি নাজমুল আবেদিন। এমন ঘটনার জেরে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন কাণ্ডের প্রতিক্রিয়া নাজমুল আবেদিন জানিয়েছেন, যদি তার কাজের মধ্যে বাধা আসে, তবে বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত।


যদিও ফারুক জানান, নাজমুল আবেদিন পদত্যাগ করতে চান এমন কিছু তিনি শুনেননি। তবে এমন পরিস্থিতিতে কাজ করা যে কঠিন সেটা জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball