
৭ উইকেটে তাসকিনের যত রেকর্ড
ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংয়ে ইনিংসের শেষ ডেলিভারিতে স্ট্রাইক প্রান্তে মুস্তাফিজুর রহমান। দুর্বার রাজশাহীর হয়ে বোলিংয়ে তখন তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে ততক্ষণে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস ও নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের পাশে নাম লিখিয়েছেন ডানহাতি এই পেসার। তবে তাসকিনের সামনে সুযোগ ছিল তাদের দুজনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার। মুস্তাফিজ অবশ্য তাসকিনকে সেটা করতে দেননি।