promotional_ad

সৈকতের সেঞ্চুরিতে মমিনুলদের বড় লক্ষ্য ছুঁড়ে দিলো শেখ জামাল

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আজ নিজেদের সপ্তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ওপেনার সৈকত আলির দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্রহ করেছে শেখ জামাল। 


এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের দুই ওপেনার হাসানুজ্জামান এবং সৈকত আলি দারুণ সূচনা করেছিলেন। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতেই তুলেছিলেন ৮৬ রান।


শেষ পর্যন্ত ৪৫ রান করা হাসানকে আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্যাচ  বানিয়ে এই জুটি ভাঙ্গতে সক্ষম মেহেদি হাসান।  এরপর স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতেই আরো ২ উইকেট খুইয়ে বসে শেখ জামাল।


ভারতীয় রিক্রুট জালাল সাক্সেনা শুন্য রান করে রান আউটের শিকার হয়ে ফিরলে জিয়াউর রহমানকে রানের খাতা খোলার আগেই আউট করে দেন নাইম হাসান। ৮৭ রানের মাথায় দ্রুত ৩ উইকেট হারিয়ে বসায় হঠাৎ করেই বিপদে পড়ে যায় ইলিয়াস সানির নেতৃত্বাধীন শেখ জামাল দলটি।


তবে এরপর সৈকত আলি এবং সোহাগ গাজির ৭২ রানের দুর্দান্ত একটি জুটিতে ঘুরে দাঁড়ায় তাঁরা।  এই জুটি গড়ার পথে ওপেনার সৈকত তুলে নেন তাঁর ব্যক্তিগত অর্ধশতক। সোহাগ গাজিও এগিয়ে যাচ্ছিলেন অর্ধশতকের দিকে।



promotional_ad

কিন্তু শেষ পর্যন্ত আর সেই লক্ষ্যে পৌঁছুতে পারেননি নাইম হাসানের বলে আসিফ আহমেদের হাতে ক্যাচ দেয়ায়। ফলে ৪২ রান করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। গাজি ফিরে যাওয়ার পর দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সৈকত।


অধিনায়ক ইলিয়াস সানিকে সাথে নিয়ে সেঞ্চুরিও তুলে নেন তিনি। তবে এরপর ১১৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। সৈকত আহত হয়ে ফিরে গেলে ইলিয়াস সানিও (৩৩) কিছুক্ষণ পর ২৫৬ রানের মাথায় আউট হয়ে যান কামরুল ইসলাম রাব্বির বলে।


এরপর নিচের সারির বাকি ব্যাটসম্যানেরা কেউই আর সেভাবে রান করতে পারেননি। ফলে ৮ উইকেটে ২৬৫ রানে থামে শেখ জামালের ইনিংস। গাজি গ্রুপের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ৬৪ রানে ২টি এবং নাইম হাসান ৪৯ রানে ২ টি উইকেট শিকার করেছেন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান ও গুরকিরাত সিং। 


শেখ জামাল ধানমন্ডি- 


সৈকত আলি, হাসানুজ্জামান, জালাজ সাক্সেনা, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), সাজেদুল ইসলাম, মাহমুদুল হক, কাজি কামরুল ইসলাম, রবিউল হক, তানবির হায়দার। 



গাজি গ্রুপ ক্রিকেটার্স-


জহুরুল ইসলাম (অধিনায়ক), মমিনুল হক, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মনোজ তিওয়ারি, আসিফ আহমেদ, জাকের আলি, নাইম হাসান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, গুরকিরাত সিং, কামরুল ইসলাম রাব্বি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball