promotional_ad

টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন আশরাফুল

promotional_ad

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২৯তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন সকাল ৯টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি। 


তবে মুক্তারের সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণিত করে দিয়েছেন শাইনপুকুরের ডান হাতি মিডিয়াম পেসার সুজন হাওলাদার। মাত্র ৫ রানের মাথায় দুই ওপেনার জসিমউদ্দিন এবং মুনিম শাহরিয়ারকে সাজঘরে ফেরত পাঠিয়ে কলাবাগানকে বিপদের মুখে ফেলে দেন তিনি।


এরপর সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আকবর-উর রহমান এবং মোহাম্মদ আশরাফুল। কিন্তু গাজি গ্রুপের বিপক্ষে গত ম্যাচে মাত্র ৮ রান করা আশরাফুল আজকেও ব্যর্থতার পরিচয় দিলেন। 


promotional_ad

রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত কলাবাগানের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩০ রান (১১ ওভার)।  বর্তমানে ক্রিজে আকবরের (১৭) সাথে যোগ দিয়েছেন তাইবুর রহমান (৫)।  


কলাবাগান ক্রীড়া চক্র দল- 


জসিমউদ্দিন, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ আশরাফুল, আকবর-উর রহমান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলি (অধিনায়ক), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, আবুল হাসান, শাহাদাত হোসেন, তাইবুর রহমান। 


শাইনপুকুর ক্রিকেট ক্লাব-


আফিফ হোসেন, মিনহাজ খান, তৌহিদ হৃদয়, শুভাগত হোম, সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, নাইম ইসলাম জুনিয়র, সাদমান ইসলাম,  উদয় কাউল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball