promotional_ad

বিজয় জাতীয় দলের নাকি ঘরোয়া ক্রিকেটের?

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৮৪.২৫ গড়ে ৩৩৭ রান সংগ্রহ করেছেন আনামুল হক বিজয়। ১ টি সেঞ্চুরি এবং ২ টি হাফ সেঞ্চুরি সহ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও আছেন তিনি। 


কিন্তু সেই আনামুলই কিনা জাতীয় দলের জার্সিতে অনেকটাই বিবর্ণ! গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স দেখেই বিজয়কে দলে রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু সেই সিরিজে ৪ ম্যাচে মাত্র ৫৫ রান সংগ্রহ করেছিলেন আনামুল।


জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর আবারো নিজেকে ফিরে পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে কি দেশের হয়ে খেলার চাপের কারণেই ভেঙ্গে পড়েছিলেন বিজয়? এই প্রশ্নের উত্তর অবশ্য তিনি নিজেই দিয়েছেন।



promotional_ad

শেখ জামালের বিপক্ষে গত ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয়। আর তাঁর দুর্দান্ত ১১৬ রানের ইনিংসটিই ২৭০ রানের বড় স্কোর গড়তে সাহায্য করেছিলো আবাহনীকে। সেই ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিজয়। জাতীয় দলে ব্যর্থতা প্রসঙ্গে বিজয় বলছিলেন, 'প্রায় তিন বছর জাতীয় দলে খেলেছি, বাড়তি চাপ থাকেই বিষয়টি এমন কিছু না আসলে।'


তবে এখন না পারলেও আগামীতে সুযোগ পেলে পারফর্ম করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে যা শিখছেন সেটি জাতীয় দলেও কাজে লাগাবেন জানিয়ে তিনি বলেন, 


'ঘরোয়া ক্রিকেট একটি মাধ্যম। যেটাই আমি অনুশীলন করি সেটাই ঘরোয়া ক্রিকেটে তুলে ধরা। আর ঘরোয়া ক্রিকেট থেকে যেটা শিখছি সেটি জাতীয় দলে তুলে ধরা। হয়তো সাময়িক সময়ের জন্য হয়নি, তবে হবে না এমন কোনো কথা নেই। চেষ্টা করে যাবো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball