মাশরাফির রেকর্ড ভেঙে দিয়ে আইপিএলে সবচেয়ে দামি এখন মুস্তাফিজ

আইপিএল
মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা
মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সংবাদমাধ্যম—সবখানেই লড়াইটার আলাদা নাম হয়ে গিয়েছিল 'ব্যাটল অব বলিউড’। আইপিএলের দুই দল তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের নিলামের টেবিলে ছিলেন প্রীতি জিন্তা ও জুহি চাওলা।

দুজনের টানাটানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন বাংলাদেশের তারকা পেসার মাশরাফি বিন মুর্তজা। বলিউডের দুই জনপ্রিয় নায়িকার এই প্রতিযোগিতার ফলেই আইপিএল নিলামে মাশরাফির দাম গিয়ে ঠেকেছিল ৬ লাখ ডলারে যা ভারতীয় রুপিতে প্রায় ৪ কোটি দাঁড়িয়েছিল।

এরপর বাংলাদেশের হয়ে অনেকেই আইপিএলে খেলেছেন। সাকিব আল হাসান থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, লিটন দাসরা। তবে এতদিন কেউই সেই দামকে ছাড়িয়ে যেতে পারেননি। আইপিএলের এবারের নিলামে সব রেকর্ড ভেঙে দিয়েছেন মুস্তাফিজ।

তাকে কিনতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা।

এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে গেছেন মুস্তাফিজ। এর আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মুস্তাফিজ।

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। এর বাইরে ১৮ কোটি রুপিতে একই দলে যোগ দিয়েছেন মাথিশা পাথিরানা। চেন্নাই দুই অখ্যাত ক্রিকেটার প্রশান্ত ভীর ও কার্তিক শর্মাকে কিনতে খরচ করেছে ১৪ কোটি ২০ লাখ করে। নিলামে পঞ্চম সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন মুস্তাফিজ।