promotional_ad

পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার লীগের

promotional_ad

সোমবার তিন ভেন্যুতে তিন ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুম। লীগের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। বিকেএসপির তিন নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।


এই উপলক্ষে রবিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন ডিপিএলের পঞ্চম মৌসুমের নবাগত দল অগ্রণী ব্যাংক দলপতি আব্দুর রাজ্জাক ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দলপতি নাফিস ইকবাল। নাফিস ইকবাল জানান, 


"ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। আমরা ওইভাবে নামে বিশ্বাস করি না যে নামিদামি দল হলেই ভালো খেলতে পারে। তবে হ্যাঁ, ভালো দল হলে অবশ্যই একটা সুবিধা থাকে। কিন্তু ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য এবং আশা করি ইতিবাচক ক্রিকেট খেলে প্রত্যাশা মতো ফলাফল পাব।"



promotional_ad

অগ্রণী ব্যাংক দলপতি আব্দুর রাজ্জাক জানান, "ওই রকম কোনো লক্ষ্য সেট করিনি যে এটা করতে হবে, ওটা করতে হবে। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো। এরপর যা হয়। দেখা যাবে।"


এছাড়া বিকেএসপির চার নম্বর মাঠে তারকাবহুল আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে নামবে নাফিস ইকবালের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। উল্লেখ্য, এবারের ডিপিএলে প্লেয়ার্স ড্রাফটের পর সমঝোতার ভিত্তিতে ক্রিকেটারদের দল বদল করার সুযোগ দিয়েছিল সিসিডিএম। 


সেই সুযোগে শাইনপুকুর থেকে মাশরাফিকে নিয়ে নিয়েছে আবাহনী। এছাড়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতি থেকে এনামুল হককে নিয়েছে তারা। এনামুলের বিনিময়ে অনূর্ধ্ব-১৯ দলের পেসার হাসান মাহমুদকে ছেড়েছে আবাহনী।



তবে মাশরাফির জন্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে কোনো ক্রিকেটার দিতে হয়নি আবাহনীকে। এছাড়াও দিনের আরেকটি খেলায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়বে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর এবং শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball