বিলিংস বীরত্বের পরও জয় অধরা সিক্সার্সের

ছবি:

বিগ ব্যাশের এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি সিডনি সিক্সার্স। আজ হোবার্টের বেলেরিভ ওভালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ইংলিশম্যান স্যাম বিলিংসের দুর্দান্ত ব্যাটিংয়েও এবারের আসরে প্রথম জয় পাওয়া হয়নি সিক্সার্সের।
শেষ বলের নাটকীয়তায় সোমবার হারিকেন্স ম্যাচটা জিতে নিয়েছে মাত্র ৫ রানে। দল হারলেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিক্সার্সের ইংলিশ ম্যান বিলিংস। স্যাম বিলিংস ইংল্যান্ডের ওয়ানডে দলে যোগ দেবেন এই সপ্তাহে। তার আগে এই ডানহাতি বলেছিলেন, দলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন তিনি।
কথা রেখেছেন বিলিংস। ১৭১ রানের লক্ষ্যে সিক্সার্স যখন ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে তখন উইকেটে আসেন বিলিংস। তখনো জয়ের জন্য ৬৩ বলে ১০৭ রান দরকার সিক্সার্সের। জোরান সিল্কের (৩৭ বলে ৪৫) সাথে চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়েন বিলিংস।
এরপর জফরা আর্চারকে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেষ ওভারে জিততে ২২ রান দরকার সিক্সার্সের। টাইমার মিলসকে টানা দুই ছক্কা মারেন বিলিংস। শেষ বলেও একটি ছয়ের দরকার ছিল। কিন্তু ব্যাটে বলে না হওয়ায় ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিক্সার্সকে।

৩১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বিলিংস। নির্ধরিত ২০ ওভার শেষে সিক্সার্সের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৫ রান। এর আগে প্রথমে ব্যাট করে হারিকেন্স ৬ উইকেটে তুলেছিল ১৭০ রান।
পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলা ওপেনার ডি'আর্কি শর্ট ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করেন। আর ছিল ম্যাথু ওয়েডের ৪১, ড্যান ক্রিশ্চিয়ানের অপরাজিত ২৮, সাইমন মিলেনকোর ২২ রানে ভর করে ১৭০ রানের বড় পূঁজি পায় হোবার্ট।
এবারের আসরে এটা হারিকেন্সের তৃতীয় জয়। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। আর ৬ ম্যাচের ৬টিতেই হেরে সিক্সার্স নক আউট থেকে ছিটকে গেছে। তাদের জায়গা পয়েন্ট টেবিলে ৮ দলের মধ্যে তলানিতে।
সংক্ষিপ্ত স্কোর :
হোবার্ট হারিকেন্স : ২০ ওভারে ১৭০/৬ (শর্ট ৪২, ওয়েড ৪১, ক্রিশ্চিয়ান ২৮*, মিলেনকো ২২; অ্যাবোট ৩/২৭)।
সিডনি সিক্সার্স : ২০ ওভারে ১৬৫/৪ (বিলিংস ৬১*, সিলক ৪৫, হিউজ ৩৩; মিলস ২/৪২)।
ফল : হোবার্ট হারিকেন্স ৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : স্যাম বিলিংস।