promotional_ad

‘কোহলির মতো না হলেও পাকিস্তানে বাবরের চেয়ে ভালো কেউ নেই’

একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট কোহলি (বামে) ও বাবর আজম (ডানে) ফাইল ছবি
ছন্দে না থাকলেও পাকিস্তানকে পেলেই যেন জ্বলে উঠেন বিরাট কোহলি। বাবর আজমের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সারা বছর ব্যাট হাতে রানের ফোয়ারা ছুঁটালেও ভারতের বিপক্ষে যেন নিজেকে হারিয়ে খোঁজেন। তবুও বর্তমান সময়ের সেরা ব্যাটারের বিবেচনায় কোহলির পাশেই বাবরকে রাখেন পাকিস্তানের সমর্থকরা। সালমান বাট অবশ্য বাবরকে কোহলির সমমানের মনে করেন না। তবে ছন্দে না থাকা বাবরের হয়ে ব্যাট ধরে সালমান এটাও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানে ডানহাতি এই ব্যাটারের চেয়ে ভালো কেউও নেই।

promotional_ad

বাবরের যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় কোহলি তখন নিজের সেরা সময় পার করছেন। দুজন ভিন্ন সময়ে ক্রিকেট শুরু করলেও সমর্থকরা তুলনা করতে বেশ পছন্দই করেন। শুধু সমর্থকরা নয় পাকিস্তান কিংবা বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও বাবরকে কোহলির কাতারে রেখেছেন। যদিও সেটা একটু ভিন্ন প্রেক্ষাপটে। ফ্যাবুলাস ফোরে কোহলি, কেন উইলিয়ামস, স্টিভ স্মিথ ও জো রুটের নাম থাকলেও একটা সময় এখানে বাবরকেও বিবেচনা করতেন অনেকে।


আরো পড়ুন

ওয়ানডেতে আমি এভাবেই খেলি: কোহলি

২৪ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর বিরাট কোহলি, ফাইল ফটো

বয়স ও পরিসংখ্যান বিবেচনায় বেশ ভালোভাবেই কোহলির পেছনে ছুঁটছেন বাবর। যদিও কোহলিকে নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছেন যেখানে যেতে চাইলে বাবরকে আরও বেশি ধারাবাহিক ও ম্যাচজয়ী ইনিংস খেলতে হবে। একটা সময় কোহলিকে ডাকা হতো ‘চেজ মাস্টার’ হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির চেয়ে বেশি আছে কেবল শচীন। দুইয়ে থাকা ভারতের সাবেক অধিনায়ক করেছেন ৮২টি। 


সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাবরকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও পাকিস্তানের হারের কারণ হিসেবে দেখা হচ্ছে সেটিকেই। ভারত ম্যাচেও সফল হতে না পারায় চাপটা আরও বেড়েছে বাবরের উপর। সেই ম্যাচে কোহলি সেঞ্চুরি করে ভারতকে জেতানোর পর মোহাম্মদ হাফিজ জানিয়েছিলেন, কোহলিই আসল কিং। সালমান বাট অবশ্য কোহলির সঙ্গে তুলনাতেই যেতে চান না। তবে সবাইকে এটা মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানে বাবরই সেরা।



promotional_ad

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই ওপেনার বলেন, ‘বোধসম্পন্ন কথা বলুন। আমাদের তো কোহলি বা উইলিয়ামসন নেই। বাবর অবশ্যই কোহলি নয়, তবে সে আমাদের সেরা। পাকিস্তানে তার চেয়ে ভালো কেউ নেই। সে রান করতে না পারলে তার পাশে থাকতে হবে। সে যখন রান করে, তখন তো তাকে পছন্দ না করলেও সারা দুনিয়ার সঙ্গে মিলে গুণগান করতেই থাকেন। ৮০-৯০ শতাংশ লোক এভাবেই চারপাশের ধারা অনুযায়ী কথা বলে।’


আরো পড়ুন

বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

১ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

বাবরের পাশে থাকলেও পাকিস্তান দলের অন্য ক্রিকেটারদের সমালোচনা করেছেন সালমান বাট। কোহলি ছন্দে না থাকলেও রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা ভারতকে জয় এনে দিয়েছেন। অথচ পাকিস্তানের ক্ষেত্রে বাবর ভালো করতে না পারলে বাকিরা কেউই কিছু করতে পারেননি না। সালমান বাট এও বলেছেন, বাবরের পাশে যারা আছে তাদের কারও গড় ২৬ নয়ত ২৯।


সালমান বাট বলেন, ‘এখন তার ফর্ম যখন পড়তি… এরকম বাজে সময় তো কোহলিরও এসেছিল। কিন্তু কোহলি এতটাই উঁচু মানের ক্রিকেটার যে, ওই খারাপ সময়েই নিয়মিত ফিফটি করে গেছে। তাছাড়া, তার পাশেপাশে দলে কারা ছিল? রোহিত শার্মা, মাহেন্দ্র সিং ধোনি… তার সামনে-পেছনে এত এত ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার, বোলিংয়ে ম্যাচ জেতানো ক্রিকেটার…। বাবরের পাশে কারা আছে? কারও গড় ২৬, কারও গড় ২৯, কেউ ক্যাচই নিতে পারে না। গতিময় কোনো বোলার এলে সে বল লাইনে রাখতে পারে না।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball