promotional_ad

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, আইসিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ে 'এ' গ্রুপ থেকে পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হয়েছে। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

promotional_ad

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই হেরে সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। যদিও জিতে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য বাংলাদেশের। দেশের দর্শকদের জন্যও একটি জয় প্রয়োজন বলে মনে করছেন শান্ত। তাই তাদের শেষ ম্যাচে একটি জয় উপহার দিতে চান তিনি।


আরো পড়ুন

মুশফিককে আগলে রেখে সৌম্যকে বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন শান্ত

২ ঘন্টা আগে
সৌম্য সরকার (বামে), নাজমুল হোসেন শান্ত (মাঝে) ও মুশফিকুর রহিম (ডানে)

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর শান্ত বলেছেন, 'আমরা ম্যাচটি জিততে চাই। আমরা চেষ্টা করব নিজেদের শতভাগ দিয়ে জয় পেতে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইব। এটি আরেকটি ম্যাচ। দেশের হয়ে খেলা আমাদের জন্য সব সময় গর্বের। আশা করি ছেলেরা আমাদের জন্য এবং দর্শকদের জন্য বিশেষ কিছু করে দেখাবে। আশা করবো পরের ম্যাচটি আমাদের জন্য ভালো হবে।'


এখনও পর্যন্ত আইসিসির ২২টি টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিটি টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে টাইগাররা। সর্বোচ্চ সাফল্য ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল। এমনকি আইসিসির টুর্নামেন্টে সব ম্যাচ হেরে বাদ যাওয়ারও রেকর্ড আছে টাইগারদের। এবারও বাংলাদেশের সঙ্গী হয়েছে ব্যর্থতা।



promotional_ad

বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকেই মূল সমস্যা ছিল ব্যাটিং। অনেক সময় বোলারদের কল্যাণে ম্যাচ জিতেছে টাইগাররা। আবার অনেক সময় বিভিন্ন ব্যাটারের অতিমানবীয় পারফরম্যান্সেও বিশ্ব আসরে জয় পেয়েছে। তবে চূড়ান্ত কোনো সাফল্য আসেনি। তাই শিরোপার খাতা শূন্য বাংলাদেশের।


আরো পড়ুন

বাংলাদেশকে বিদায় করে ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

৫ ঘন্টা আগে
সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক রাচিন, আইসিসি

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ ব্যাটিং। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয় ও জাকের আলী মিলে ২২৮ পর্যন্ত পৌঁছে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ করেছে ২৩৬ রান। যা অনায়াসে পেরিয়ে গেছে কিউরা। শান্ত ম্যাচ শেষে ইঙ্গিত দিলেন ভিন্ন পরিবর্তনের।


তিনি বলেন, 'এটি খুবই হতাশার। আপনি যদি আমাদের বোলিং ইউনিট দেখেন, তারা গত কয়েক বছর ধরে দারুণ করছে। আমাদের বেশ কয়েকজন কোয়ালিটি পেস বোলার রয়েছে। আমরা সব সময় একজন রিস্ট স্পিনার খুঁজছিলাম। সেটাও পেয়ে গেছি। আমার মনে হয় ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।'



শান্ত যোগ করেন, 'আমরা অনেকদিন ধরেই ব্যাটিং নিয়ে কাজ করছি। উন্নতিও করেছি। কিন্তু আমরা একই ভুল করছি। কীভাবে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। এই টুর্নামেন্ট শেষে ব্যাটিং ইউনিটে আমরা কিছু পরিবর্তন করব। ভিন্নভাবে চিন্তা করব এবং নিজেদের ব্যাটিংয়ে উন্নতি করার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball