promotional_ad

তাসকিন-নাহিদদের সঙ্গে জাকেরকে নিয়েও ভাবছে নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনার, জাকের আলী, আইসিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় প্রতি বছরই সিরিজ খেলে বাংলাদেশ। ফলে তাদেরকে চেনা প্রতিপক্ষ হিসেবেই ধরা যায়। নিউজিল্যান্ডকে দেশ ও দেশের বাইরে টেস্ট ও ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। এমনকি তিন ফরম্যাটেই কিউইদের হারানোর স্মৃতি রয়েছে টাইগারদের।

promotional_ad

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিউইদের কাবু করেছিল বাংলাদেশ। নিয়মিত খেলায় বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশকে সমীহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক।


আরো পড়ুন

শুরু ও শেষের অমিলে ৯ উইকেটে নিউজিল্যান্ডের ৩১৫

১৪ ডিসেম্বর ২৪
দিনের শেষ বলে ছক্বা মেরে হাফ সেঞ্চুরি করেছেন মিচেল স্যান্টনার

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি। দু’দল সম্পর্কে একে অপরের জানা বোঝা আছে।’


বাংলাদেশ দলে আছে এক ঝাঁক তরুণ পেসার। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে। বাংলাদেশের এই পেসার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় আছেন। যদিও নাহিদ এখনও কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই কোনো ম্যাচে খেলেননি।



promotional_ad

স্যান্টনার জানালেন তাসকিন-মুস্তাফিজের মতো নাহিদও তাদের ভাবনায় আছেন। এমনকি বাংলাদেশের স্পিন আক্রমণেরও প্রশংসা করেছেন তিনি। তিনি আশাবাদী বাংলাদেশের এই বোলিং আক্রমণের বিপক্ষেও ভালো করতে পারবেন তারা।


আরো পড়ুন

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

২১ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরির পর হৃদয়, আইসিসি

স্যান্টনার বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগে থেকে তাদের স্পিন বিভাগ খুব ভালো। এখন তাদের পেস আক্রমণও অনেক ভালো। তাসকিন অনেক দিন ধরেই ভালো করছেন। ফিজ কী করতে পারেন আমরা জানি। এখন তাদের দলে রানার (নাহিদ রানা) মতো পেসার আছে।’ 


সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশ দলে আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার। তারাও বাংলাদেশের হয়ে ব্যাটে বলে পারফর্ম করতে পারেন। আর তরুণ ব্যাটারদের মধ্যে আজকের আলী আছেন। তাই বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে মানছে না নিউজিল্যান্ড।



স্যান্টনার বলেছেন, ‘রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার পেয়েছে তারা। সাকিব না থাকলেও মেহেদীর মতো ক্রিকেটার আছে। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সঙ্গে দরকার পড়লে কিছু ওভার বোলিংও করতে পারবে। জাকের আলী এসেছে। তাদের ভারসাম্যপূর্ণ দল। তারা আপসেট ঘটাতে পারে। আশা করছি, সেটা আমাদের বিপক্ষে হবে না।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball