promotional_ad

জাকের-হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেয়ার পরামর্শ রমিজের

ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের ‍জুটি গড়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক, আইসিসি
মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেলের বোলিং তোপে ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক সেটা হতে দিলেন না। প্রতিপক্ষের বোলারদের সামলালেন, লড়াই করলেন এবং বাংলাদেশকে ২২৮ রানের পুঁজি এনে দিলেন। জাকের ও হৃদয়ের জুটির প্রশংসা করার পাশাপাশি পাকিস্তানকে এখান থেকে শিক্ষাও নিতে বলছেন রমিজ রাজা।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। পাওয়ার প্লে শেষের আগেই পুরো বাংলাদেশকে হতাশ করে ড্রেসিং রুমে ফিরলেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহমান। লড়াই করতে যেখানে অন্তত ২৬০-২৮০ রান প্রয়োজন সেখানে ৩৫ রান তুলতেই ৫ উইকেট নেই বাংলাদেশের। 


আরো পড়ুন

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

২১ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরির পর হৃদয়, আইসিসি

এমন শুরুর পর বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন, লড়াইয়ে খানিকটা ফিরিয়ে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয় জুটি। তাদের দুজনের ১৫৪ রানের রেকর্ড জুটিতেই শেষ পর্যন্ত ২২৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ফখর জামান চোটে পড়াও পাকিস্তানের ব্যাটাররা ঘাবড়ে গেলেন। সাউদ সাকিলকে সঙ্গে নিয়ে বাবর আজম ওপেন করলেও সুবিধা করে উঠতে পারেননি। সাকিল ও মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন দ্রুতই। 


লম্বা সময় টিকে থাকা বাবর এত ধীরে খেলেছেন যে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৮১ বলে। ম্যাচ জেতার জন্য পাকিস্তানের ব্যাটারদের যেমন লড়াই করা প্রয়োজন ছিল সেটা দেখা যায়নি বলে দাবি করেছেন অনেকে। পরের দুই ম্যাচ ভারত ও বাংলাদেশের সঙ্গে হওয়ায় জাকের ও হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন রমিজ। তাড়ানা, পরিকল্পনা, সাহস ও উপায় জানা থাকলে যেকোন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন তিনি।



promotional_ad

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘জাকের এবং তাওহীদের (হৃদয়) জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে।’


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

২ ঘন্টা আগে
আইসিসি

‘ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি। এখান থেকে এই দৃষ্টান্তটা পাওয়া যে, কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি।’


চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরেছে পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের পরের ম্যাচ ভারত ও বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবেন বাবর, রিজওয়ানরা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball