promotional_ad

ফিজকে খেলার অনুমতি দিলো না বিসিবি

promotional_ad

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) থেকে আরব আমিরাতের শারজাহতে শুরু হতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট টি-টেন ক্রিকেট লীগ। এই টুর্নামেন্টে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার কথা ছিলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। 


কিন্তু তাঁকে সেখানে খেলতে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছুদিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজ। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন তিনি। 


রাজশাহী কিংসের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলেছেন ফিজ। যেখানে তাঁর উইকেট সংখ্যা মাত্র ৪টি। ফিজের এরূপ হত??শাজনক পারফর্মেন্সের পর ক্রিকেট বোর্ড তাঁকে আরও কিছুদিন বিশ্রাম দিতে চাইছে।



promotional_ad

আর এই কারণেই তাঁকে অনাপত্তিপত্র দেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিপিএলে মুস্তাফিজের বোলিংকে পরীক্ষামূলক হিসেবে আখ্যা দিয়ে নিজামউদ্দিন বলেন,


'টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়নি। এর আগে তার বিপিএলে অংশগ্রহণও ছিল পরীক্ষামূলক। টুর্নামেন্টে তার বোলিং দেখে আমাদের মতে হয়েছে মুস্তাফিজের ছন্দে ফিরতে আরও সময় দরকার। সে জন্যই ওকে টি-টেন লিগ খেলার অনুমতি নেইনি।'


এদিকে মুস্তাফিজ এনওসি না পেলেও ইতিমধ্যে টি টেন লীগে খেলতে শারজাহতে উড়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে তাঁকে দলে ভিড়িয়েছে কেরালা কিংস।



অপরদিকে তামিম ইকবাল খেলবেন পাখতুনসের হয়ে। তবে বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিমকে বিসিবির শুনানির মুখে পড়তে হওয়ায় প্রথম ম্যাচে তাঁকে পায়নি পাখতুনস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball