promotional_ad

ফাইনালের মহারণে সাকিবদের মুখোমুখি মাশরাফিরা

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত তিন আসরেই ফাইনালে খেলেছে ঢাকা। চলতি আসরেও সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ হয়েছে রংপুর রাইডার্স।




মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম আসরের ফাইনালের মহারণটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। ঢাকা ডায়নামাইটস টানা দ্বিতীয় বার বিপিএলের ফাইনাল খেললেও। রংপুর এবারই প্রথম এই টি২০ আসরের ফাইনালে উঠেছে।




টুর্নামেন্টে বাজে শুরুর পরেও শেষের দিকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত ভাবে শেষ চারে খেলা নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। প্রথম আসরের পর থেকে রংপুর রাইডার্স এর আগে একবারই শেষ চারে থেকে প্লে-অফ খেলেছিল (২০১৫)।




রংপুরের এবার ভাগ্য বদলের নায়ক দলটির অধিনায়ক মাশরাফি মর্তুজা। বিপিএলের আগের চার আসরের মধ্যে ৩ বারই এই টুর্নামেন্টের শিরোপা মাশরাফির হাতে উঠেছে। দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন। একবার জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।




ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান দুইবার বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। একবার মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও গত আসরে নিজের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে।




বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিততে দু দলই আত্মবিশ্বাসী। কারণ দুদলেই রয়েছে দেশি বিদেশি তারকাদের সমাহার। ঢাকার বিদেশি তারকাদের মধ্যে শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, সুনীল নারিন ও এভিন লুইস রয়েছেন।




দেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদি মারুফ ও মোসাদ্দেকরা দলের ভিত শক্ত করেছেন। অন্যদিকে, ক্রিস গেইল, ব্র‍্যান্ডন ম্যাককালাম ও লাসিথ মালিঙ্গাদের নিয়ে শক্ত দল গড়েছে রংপুরও। দেশিদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোহাম্মদ মিথুন রয়েছেন। ফলে, দুই দলই শিরোপা জিততে বদ্ধপরিকর।




চমক দেখাতে পারেন যারাঃ



promotional_ad



ক্রিস গেইল (রংপুর রাইডার্স):




রংপুরের স্কোয়াডের সবচেয়ে বড় তারকা। এই টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা মাত্র ১০ ম্যাচ খেলে ৩৩৯ রান করেছেন। তার ব্যাট থেকেই এসেছে বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরিটি। তার ১২৬ রানের অপরাজিত ইনিংসে ভর করেই প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে উড়িয়ে দেয় রংপুর।




পুরো আসর জুড়ে ১৬৪.৫৬ স্ট্রাইকরেটে রান করেছেন গেইল। যেকোনো প্রতিপক্ষকে একাই গুড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট তিনি। তার দিনে যেকোনো লক্ষ্যই মামুলি হয়ে যায়। তাই, ফাইনালে রংপুরের অধিনায়কের তুরুপের তাস হতে পারেন এই ক্যারিবিয়ান তারকা।




এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস):




বিপিএলের চলতি আসরের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। ১১ ম্যাচ খেলে তিন ফিফটিতে ৩৮১ রান করেছেন তিনি। পুরো আসর জুড়ে ১৫৮ স্ট্রাইকরেটে রান করেছেন তিনি। ফাইনালের মহারণে ঢাকার দারুণ শুরুর অনেকটাই নির্ভর করছে তার ব্যাটে।




ঢাকার অধিনায়ক তার দিকেই তাকিয়ে থাকবেন এই জাঁকজমকপূর্ণ ম্যাচে। তার সঙ্গে সুনীল নারিন অথবা জো ডেনলির ওপেনিং জুটি জমে গেলে তা যেকোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হতে পারে। তাই প্রতিপক্ষের অধিনায়কের বিশেষ পরিকল্পনা থাকবে তাকে নিয়ে।




পিচ ও কন্ডিশনঃ





মিরপুরের উইকেট বরাবরই স্লো। এখানে রান করতে ব্যাটসম্যানদের অনেক কষ্ট করতে হবে। তাছাড়া, দলীয় সংগ্রহ বড় করতেও বেগ পেতে হবে দলগুলোকে। তবে, কোয়ালিফায়ারের দুই ম্যাচ ও এলিমিনেটর বড় রানের আশা দেখাচ্ছে ফাইনালেও।




এদিকে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে রবিবার ও সোমবারের ধারাবাহিকতায় ফাইনাল ম্যাচের দিনও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও চিন্তার কোনো কারণ নেই কারণ, এই ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রয়েছে।




রংপুরের একাদশ (সম্ভাব্য):




ক্রিস গেইল,  ব্র‍্যান্ডন ম্যাককালাম, জনসন চার্লস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, লাসিথ মালিঙ্গা, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন




ঢাকার একাদশ (সম্ভাব্য):




এভিন লুইস, সুনীল নারিন, জো ডেনলি, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরি, সাদ্দাম হোসেন ও আবু হায়দার





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball