মাশরাফির আরেকটি অর্ধশত

বাংলাদেশ
মাশরাফির আরেকটি অর্ধশত
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে দারুণ একটি রেকর্ডে পা রেখেছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

বিপিএলের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন রংপুর অধিনায়ক। এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের বিশাল স্কোর দাঁড়া করায় তামিম ইকবালের দল কুমিল্লা।

এরপর বোলিংয়ে নেমে ৫৪ রানের মাথায় সোহাগ গাজীর হাতে ক্যাচ বানিয়ে কুমিল্লা অধিনায়ক তামিম ইকবালকে (৩৬) ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস।  আর এরই সাথে েও রেকর্ডে নাম লেখান ম্যাশ। 

তামিমের উইকেটটি তুলে নিয়ে বাংলাদেশিদের মধ্যে তৃতীয় বোলার বোলার হিসেবে উইকেটের অর্ধশতক পূর্ণ করারও রেকর্ড গড়লেন মাশরাফি।  শুধু তাই নয়, বিপিএলের দ্বিতীয় পেসার হিসেবে ৫০ উইকেটের এই এলিট ক্লাবেও নাম লেখান তিনি। বাংলাদেশিদের মধ্যেও প্রথম পেসার হিসেবে এই রেকর্ড  গড়েছেন ম্যাশ। 

অবশ্য শুধু বিপিএলেই নয়, আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারি পেসার মাশরাফি। এখন পর্যন্ত ১৮২ ম্যাচে ২৩২ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে টি টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ৪২ উইকেট তাঁর। 

এদিকে এর আগে বিপিএলে সর্বপ্রথম এই মাইলফলকে পা রেখেছিলেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। কুপারের পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন এই তালিকার দ্বিতীয়তে। 

এরপর তৃতীয় এবং চতুর্থতে যথাক্রমে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী ও খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। বিপিএলের চলতি আসরেই ৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন তারা। 


আরো পড়ুন: this topic