promotional_ad

তামিমকে সতর্ক করে বিসিবির চিঠি

promotional_ad

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দশম ম্যাচ শেষে উইকেটের কড়া সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল। এই টাইগার তারকার সমালোচনার ধরণ পছন্দ হয়নি বিসিবির। ফলে তাকে শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।




তামিমকে চিঠি পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র ও তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।




বাংলাদেশ দলের একজন সিনিয়র ক্রিকেটার ও চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে তামিমের মন্তব্যে বিস্মিত হয়েছে বোর্ড।বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক চিঠি দেওয়ার খবরটি জানেন না বলে জানিয়েছেন। তবে, চিঠি পাঠানোর সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন তিনি।





promotional_ad

ইসমাইল হায়দারের ভাষ্যমতে, “চিঠি পাঠানো সম্পর্কে আমার জানা নেই। এটা তো গভর্নিং কাউন্সিলের ব্যাপার নয়। বোর্ড চাইলে চিঠি পাঠাতে পারে। তবে আমি কালকে (রোববার) শুনেছি, তামিমের মন্তব্য বোর্ডের অনেকের ভালো লাগেনি। এটা নিয়ে আলোচনা হচ্ছিল।”




শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচ শেষে দুই অধিনায়কই মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন। উইকেট ভীষণ মন্থর ও অসমান বাউন্সের কারণে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গিয়েছিল রংপুর। সেই রান তাড়ায় কুমিল্লা জিতেছে শেষ ওভারে। তাও তাদের হারাতে হয়েছিল ৬ উইকেট।




রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, টি-টোয়েন্টিতে এই ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়। রংপুর দলপতি তামিম ইকবাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে, ‘হরিবল’ বলে ভূষিত করেছিলেন। পরে সংবাদ সম্মেলনে বলেছেন টি-টোয়েন্টির জন্য জঘন্য উইকেট এটি।





তামিমের মন্তব্য নিয়েই শুধু আপত্তি রয়েছে বিসিবির। তবে, একই ধরণের সমালোচনা করায় রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজাকে কোনো চিঠি পাঠানো হয়নি। মাশরাফির সমালোচনার ধরণ নিয়ে বোর্ডের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।




এই প্রসঙ্গে তিনি বলেন,“বিস্তারিত তো জানি না। তবে বোর্ডের সবাই যা আলোচনা করছিল, সেটুকু বলতে পারি আমি। মাশরাফির সমালোচনার ধরনটি নিয়ে বোর্ডের আপত্তি নেই। তবে তামিম যেভাবে বলেছে, সেটা ঠিক ভালো লাগেনি অনেকের।”




সূত্রঃ বিডিনিউজ২৪.কম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball