promotional_ad

মিরপুর স্টেডিয়ামের সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন তামিম

promotional_ad

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই অখুশি দেখাচ্ছিল তামিম ইকবালকে। উইকেট নিয়ে দারুণ বিরক্ত ছিলেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উইকেটের গঠন মূলক সমালোচনা করেছেন তিনি। এরপরে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন,



"আমার প্রশ্ন আপনাদের কাছে, সবসময় একটি অজুহাত দেওয়া হয় যে মিরপুরে অনেক খেলা হয়। এবার তো ১০ দিন খেলা হলো না। এর পর এমন উইকেট…এটা সে (কিউরেটর) উত্তর দিতে পারবে ভালো। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, এত দর্শক এল মাঠে। 



কিন্তু এসে দেখল একদল ৯৭ করছে, আরেক দলের সেটি করতে শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছে, দর্শকের জন্য এটি হতাশাজনক। আমরা সবাই চাই বিপিএল পরের ধাপে যাক। কিন্তু এ রকম জঘন্য উইকেটে খেলা হলে তো হতাশাজনক। কি কারণে এরকম উইকেট বানানো হচ্ছে, আমার ধারণা নেই।"



একইসাথে চট্টগ্রামের ভালো উইকেটটির উদাহরণ টানলেন তামিম। কুমিল্লার অধিনায়ক যেন একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন এদিনের সাংবাদিক সম্মেলনে। মিরপুর স্টেডিয়ামের সংস্কার কতটুকু ভালোর জন্য হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।



promotional_ad


জানিয়েছেন, "আমার কাছে মনে হয় একটা সুন্দর আউট ফিল্ডকে ইচ্ছে করে খারাপ করে দেওয়া হলো। আগে যে ঘাস ছিল, আউটফিল্ড খুব দ্রুতগতির ছিল। দেখতেও সুন্দর ছিল। এখন সত্যি বলতে দেখতেও ভালো লাগে না। আমাদের প্রধান নির্বাহীকে বলতে শুনেছি, সময় পেলে ঘাস ভালো হবে। 



আশা করি সময়ের সঙ্গে ভালো হবে। কিন্তু সময় তো পেয়েছেও। এবার আমি খুবই বিস্মিত চট্টগ্রামের উইকেটে। চট্টগামে এত ভালো উইকেট আগে কখনও দেখিনি। চট্টগ্রামে অনেক দিন ধরেই খেলি। কিন্তু এবার যে উইকেটে খেলে এলাম, সেটি অসাধারণ টি-টোয়েন্টি উইকেট।"



শেষে মিরপুর স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি সিলভাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তামিম। বিপিএল এলে মিরপুরের উইকেট এমন আচরণ করে কেন, সেটা জানতে চেয়ে তিনি বলেন,



"তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত। এই ধরনের উইকেট আসলে টুর্নামেন্টের জন্য ভালো নয়। যারা খেলে, যারা দেখে, মাঠে যারা থাকে, কেউই মজা পায় না। এমন নয় যে এই মাঠে আগে রান হয়নি। রান ঠিকই হয়েছে। কিন্তু বিপিএল এলে শুধু এ রকম হয়ে যায়।"






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball