নাহিদ রানাকে জরিমানা করল আইসিসি

বাংলাদেশ
নাহিদ রানাকে জরিমানা করল আইসিসি
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ডের ব্যাটার ক‍্যাড কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন নাহিদ রানা। আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এ ছাড়া নাহিদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনাটি ঘটে সিলেট টেস্টের প্রথম দিনে ২৭ ওভারের সময়। বল করার পর ফলো থ্রুতে সেটা কারমাইকেলের দিকে ছুঁড়ে মারেন নাহিদ। উইকেটের ভেতরে থাকায় বল গিয়ে আঘাত হানে আইরিশ ব্যাটারের প্যাডে। এমন ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদের লেভেল–১ লঙ্ঘন করেছেন নাহিদ।

নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট সামগ্রীর দিকে বল ছুঁড়ে মারতে পারবেন না। সেটা করার ফলেই জরিমানার মুখে পড়েছেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। কেউ যদি আচরণবিধির লেভেল-ওয়ান লঙ্ঘন করেন তাহলে তাকে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হয়।

এ ছাড়া এক কিংবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়। তবে নাহিদকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। অনফিল্ড আম্পায়ার স্যাম নাগাজোস্কি এবং আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ অভিযোগ করেন।

পরবর্তীতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট শাস্তির প্রস্তাব। নাহিদ অভিযোগ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ২৪ মাসের হিসেবে এটাই নাহিদের প্রথম শাস্তি। যার ফলে এখনই নিষেধাজ্ঞা পাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের পেসারের।

আরো পড়ুন: বাংলাদেশ