তাসকিন-মুস্তাফিজদের ওপর অতি নির্ভরর্শীল হতে চান না লিটন

বাংলাদেশ
তাসকিন-মুস্তাফিজদের ইনজুরিতে বিপদে পড়তে চান না লিটন
অনুশীলনে লিটন দাস, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইনজুরি কাটিয়ে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে তিনি নিয়মিত খেলতে পারছেন না। প্রতিটি সিরিজেই একটি বা দুটি ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশ দলের অন্য পেসাররাও খেলার সুযোগ পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন দাস জানিয়েছেন তার চাওয়া পুরোপুরি যেন ফিট হয়ে যান তাসকিন।

সেই সঙ্গে তাসকিনের ওপর পুরোপুরি নির্ভরশীলও হয়ে যেতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাসকিন ও মুস্তাফিজকে বাংলাদেশ দলের বড় সম্পদ হিসেবে উল্লেখ্য করেছেন তিনি। তাদের পাশাপাশি আরও নতুন খেলোয়াড় তৈরি করতে হবে সেই বিষয়টিও মাথায় রাখতে চান তিনি।

লিটন বলেছেন, 'আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ একই সঙ্গে যদি তাসকিনকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে যেন এমন না হয় যে আমরা পুরোপুরি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে।'

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। সেই সিরিজে তাসকিন ও মুস্তাফিজকে পাননি লিটন। তবে এই দুই তারকার ভিড়েও বাংলাদেশের বাকি পেসাররাও খেলার সুযোগ পাচ্ছেন তাতেই খুশি লিটন।

তিনি বলেন, 'আমার প্রথম টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে প্লেয়ারগুলো খেলেছে, তারা গেম পেয়েছে।'

তাসকিনের ইনজুরি নিয়ে লিটন আরও বলেন, 'আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনও ইনজুরিতে না পড়ে। আর প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন। একজন অধিনায়ক হিসেবে আমার জন্য এটা বড় পাওয়া আমার যতজন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে দল নিয়ে আমি বিপাকে না পড়ি।'

আরো পড়ুন: বাংলাদেশ