শতভাগ আশাবাদী রিশাদ টেস্ট খেলবে, সে মারাত্মক বোলার হবে: মুশতাক

বাংলাদেশ
শতভাগ আশাবাদী রিশাদ টেস্ট খেলবে, সে মারাত্মক বোলার হবে: মুশতাক
গণমাধ্যমে কথা বলছেন মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই ক্যারিবীয়দের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছেন রিশাদ। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচটি জেতান তিনি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই আলোচিত লেগ স্পিনারকে এবার টেস্ট ক্রিকেটেও চান মুশতাক আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় ১০০ রানের আগেই ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারায়। রিশাদ তখনই সাত ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। মানে বাংলাদেশের নেয়া প্রথম পাঁচ উইকেটের সবকটি তার।

এরপর গুড়াকেশ মোতিকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস গুড়িয়ে দেন রিশাদ। তার অসাধারণ বোলিংয়ে ক্যারিবিয়ানদের ১৩৩ রানে গুঁড়িয়ে ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে তাক লাগিয়ে দেয়া এই লেগিকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান মুশতাক।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, 'আমি ১০০% আশা করি (রিশাদ টেস্টে খেলবে)। শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকেও ভালো ব্যাট করতে পারে।'

'রিশাদের মতো উচ্চতা এবং বাউন্স সহ একজন লেগ-স্পিনার যিনি ভালো ভুল ডেলিভারি করতে পারেন, তিনি খুব মারাত্মক হতে পারেন। শেষ চার ব্যাটসম্যান তার রং আর্ম (ভুল ডেলিভারি) পড়তে পারবে না। টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে, কিন্তু তাকে ভালো ওভার করে সেই জায়গা অর্জন করতে হবে।'

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে বরাবরই সাফল্য মেলে স্পিনারদের। রিশাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। যদিও মুশতাকের মতে, এমন উইকেটে ভালো বোলিং করাটা কিছুটা চাপ নিয়ন্ত্রণের ব্যাপার।

মুশতাক আরো বলেন, 'সত্যি বলতে এটা ততটা সহজ নয় (পাঁচ উইকেট নেয়া)। যেমনটা আপনি জিজ্ঞেস করলেন। কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয় কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন।'

'কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এই পিচগুলো কখনও কখনও আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে। বোলার (রিশাদ হোসেন) খুব ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেংথে বল করেছে।'

আরো পড়ুন: মুশতাক আহমেদ