বিসিবির ব্যাটিং কর্মশালায় মাহমুদউল্লাহ, মুশফিকের ‘না’

মাহমুদউল্লাহ রিয়াদ (বামে) ও মুশফিকুর রহিম (ডানে)
দেশের কোচদের মান উন্নত করতে সেপ্টেম্বরে বিশেষ এক ব্যাটিং কর্মশালা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘রান স্কোরিং শো’ নামের ব্যাটিং কোচদের কর্মশালায় থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও কর্মশালায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেননি মুশফিকুর রহিম।

promotional_ad

১০ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিনদিনের ব্যাটিং কর্মশালা। যা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের কোচদের মানোন্নয়নে কর্মশালাটি করাবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে রস। বিসিবির সভা শেষে কদিন আগে এমনটা নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম। রসের সহযোগী হিসেবে বাংলাদেশে আসছেন ইয়ান রেইনশ।


আরো পড়ুন

আটলান্টা ফায়ারের হয়ে সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহও

৭ সেপ্টেম্বর ২৫
মাহমুদউল্লাহ রিয়াদ, ফেসবুকে পাওয়া ছবি

বিশেষজ্ঞ কোচ হিসেবে রসের খ্যাতি থাকায় তাকে দিয়েই বাংলাদেশের ব্যাটিং কোচদের এগিয়ে নিতে চায় বিসিবি। সেই কর্মশালার জন্য দেশের বিভিন্ন ক্রিকেটার ও কোচদের আমন্ত্রণ জানায় দেশের ক্রিকেট বোর্ড। সবমিলিয়ে ২০ জন ক্রিকেটার ও কোচ অংশ নেবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া মাহমুদউল্লাহও আছেন সেই তালিকায়।


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া সাবেক এই ব্যাটার হাঁটতে চান কোচিং ক্যারিয়ারের দিকে। চলতি বছরের জুনে আমিনুল ইসলাম ‍বুলবুল নিশ্চিত করেছিলেন এমনটা। আন্তর্জাতিক কোচ হতে চাওয়া মাহমুদউল্লাহর কোচিংয়ের হাতেখড়িটা হতে যাচ্ছে রসের ব্যাটিং কর্মশালা দিয়ে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককেও আমন্ত্রণ জানায় বিসিবি। এখনো টেস্ট খেলতে থাকায় বিসিবির আমন্ত্রণে রাজী হননি তিনি।


আরো পড়ুন

বাংলাদেশ-আফগানিস্তানের দিকে তাকিয়ে আকমল

৫৩ মিনিট আগে
আফগানিস্তান ও বাংলাদেশ দল

মাহমুদউল্লাহর পাশাপাশি মিরপুরে হতে যাওয়া কর্মশালায় থাকবেন শামসুর রহমান শুভ, ফজলে মাহমুদ রাব্বি, নাইম ইসলাম, নাজিমউদ্দিন ও মার্শাল আইয়ুব। কোচদের মাঝে মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রাজিন সালেহ, নাসিরউদ্দিন ফারুক, তুষার ইমরান, হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও জাহাঙ্গীর আলমরা যোগ দিচ্ছেন কর্মশালায়।


ব্যাটিং কোচদের কর্মশালার পাশাপাশি একইমাসে লেভেল-থ্রি কোচিং কোর্সের আয়োজনও করেছে বিসিবি। ১৫-১৯ সেপ্টেম্বর হতে যাওয়া লেভেল-থ্রি কোচিং কোর্সের জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল এবং জিওফ লওসনকে। তাদের সঙ্গে থাকবেন বিসিবি সভাপতি বুলবুলও। সেই প্রোগ্রামও হবে মিরপুরেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball