‘আমি ক্রিকেটার, সন্ত্রা*সী না’, বুলবুলকে হু*মকি দেয়ার অভিযোগ প্রসঙ্গে তামিম

আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল, ফাইল ফটো
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেহেতু বুলবুল হু*মকি পেয়েছেন, সেক্ষেত্রে অভিযোগের তীর অনেকটাই যায় তামিম ইকবালের দিকে। কেননা আসন্ন বিসিবি নির্বাচনে বুলবুলের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।

promotional_ad

সম্প্রতি বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছিল, “নির্বাচন না করলে হয় না?”। ২–৩ দিন আগে এই ফোন আসে বলে বুলবুল জানিয়েছেন। এ পরিস্থিতিতে বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


আরো পড়ুন

‘ছেলে তামিম’কে জায়গা দিতে নির্বাচন করছেন না আকরাম

৮ সেপ্টেম্বর ২৫
ক্রিকফ্রেঞ্জি

সেই চিঠিতে হু*ম*কির বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও, সভাপতির নিরাপত্তা এবং দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন্দুকধারী নিয়োগের প্রয়োজনীয় দিক উল্লেখ করা হয়েছে।


এসবের সুস্পষ্ট ব্যাখা চেয়ে যমুনা টিভির এক অনুষ্ঠানে তামিম বলেন, 'আমি আসলে এটা খুব বেশি ফলো করি নাই। যদি আসলেই এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। যদি কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি স*ন্ত্রা*সী না (হাসি)। আমার কাছে মনে হয় যে বুলবুল ভাই যখনই যেটা মন্তব্য করেন এটা ওনার পরিষ্কারভাবে বলা উচিত। ওনার মন্তব্য মাঝেমধ্যে কিছু প্রশ্ন রেখে দেয়।'


promotional_ad

'এরকম কোনো কল যদি ওনার এসে থাকে তাহলে নিশ্চয়ই নাম্বারটাও আছে। নাম্বারটা আমার মনে হয় আমাদের দেশে যথেষ্ট ইন্টিলিজেন্স আছে যে কে এই কলটা দিল খুঁজে বের করা। লুকোচুরি না করে উনি যদি ওনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নাম্বারসহ উল্লেখ করে দেয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয় নাই।'


আরো পড়ুন

আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

বুলবুলকে এই ব্যাপারে সাধারণ ডায়েরি বা জিডি করার পরামর্শও দেন তামিম। আর যদি এমনটা না হয় তাহলে সেটাও গণমাধ্যমকে সঠিকভাবে জানানো উচিত বলে মনে করেন তামিম।


তিনি বলেন, 'মাঝামাঝি রাখলে এসবে দ্বিধা তৈরি হয়। এরকম কিছু হয়েছে কিনা আমি তো বলতে পারব না। আপনাদের মতো আমিও দেখেছি। আমার মনে হয় প্লেয়ার্স টার্ম খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আসলেই হয়ে থাকে জিডি করার অপশন আছে। নাম্বার ট্রেস করা যায়। এমনটা না হলে ওনার ব্যাখা দেয়া উচিত।'


ফারুক আহমেদের বিদায়ের পর অনেকটা আচমকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসেন বুলবুল। তার কাজ নিয়ে সেভাবে মন্তব্য করেননি তামিম। অল্প সময় পার হওয়ায় বুলবুলের কাজ নিয়ে মন্তব্যও করতে চাননি তিনি।


তামিম আরও বলেন, 'আমি শুনেছি উনি অনেক কাজ করছেন। তবে ওরকম দেখার মতো আমি কিছু দেখিনি। ওরকম কিছু দেখিনি যেটা আমি আপনাকে বলতে পারব। সত্যি বলতে তিন মাস খুব কম সময়। এখন আমার মনে হয় যে ইতিবাচক বা নেতিবাচক যেটাই আমি বলি ওনার এটা প্রাপ্য না। তিন মাস খুবই কম সময়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball