promotional_ad

নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল

অনুশীলনে বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতের কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে দুবাইয়ে পাঠানো হয়েছে। এই সংঘাতের কারণে আবারও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

promotional_ad

এর ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। পাঁচটি টি–টোয়েন্টি খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। সফরটি নিয়ে শঙ্কা যেন কাটছেই না।


আরো পড়ুন

ফারুক ও নাফিসকে ধন্যবাদ দিলেন রিশাদ

৯ ঘন্টা আগে
ফারুক আহমেদ (বামে), রিশাদ হোসেন (মাঝে) ও শাহরিয়ার নাফিস (ডানে)

শনিবার সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। বিসিবি জানিয়েছে তাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাবে।


promotional_ad

বিসিবি বিবৃতিতে বলেছে, 'বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে সক্রিয় ও চলমান আলোচনা চলছে। বিসিবি আবারও জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।'


আরো পড়ুন

১০ জন রিটায়ার্ড আউট হয়ে আরব আমিরাতের অস্বাভাবিক রেকর্ড

৩ ঘন্টা আগে
সংযুক্ত আরব আমিরাত নারী দল

পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের ১৪ মে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। ২১ মে পাকিস্তানে পৌঁছানোর আগে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি যুক্ত করেছিল বিসিবি। পাকিস্তান সফর বাতিল হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি নিয়েও শঙ্কা হতো। তবে বিসিবি জানিয়েছে নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ।


তারা বিবৃতিতে আরও জানায়, 'আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball