৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দিল না ভারত
টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চে। বিশ্বকাপের ঠিক একমাস আগে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভিসা দেয়নি ভারত। পাকিস্তানে জন্ম নেয়া এই পেসার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চে। বিশ্বকাপের ঠিক একমাস আগে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভিসা দেয়নি ভারত। পাকিস্তানে জন্ম নেয়া এই পেসার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেষ ৩ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রান। জাকের আলী বড় শট খেলতে হাঁসফাঁস করছিলেন। ফলে অন্যপ্রান্তে থাকা তানজিদ হাসান তামিম পড়ছিলেন চাপে। সেই চাপেই ১৮তম ওভারের প্রথম ফলে রোমারিও শেফার্ডের শিকার হয়ে সাজঘরে ফেরেন ৪৮ বলে ৬১ রান করা এই ওপেনার।
সীমিত ওভারের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আকিম অগাস্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটে বিনিয়োগের কথা ভাবছে সৌদি আরব। তারা আইপিএলের সঙ্গেও জড়িত হওয়ার গুঞ্জন ছিল। তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে মাটিতে আইএল টি-টোয়েন্টি হতেও কোনো বাধা নেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এই বিশ্ব আসরের আগে উপমহাদেশের মাটিতে একটি সিরিজ খেলার সুযোগ হেলায় হারাতে চায়নি নেদারল্যান্ডস। তাই বাংলাদেশের প্রস্তাব লুফে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে তারা। সিরিজ জেতার চেয়ে এই সিরিজের শিক্ষাই তাদের কাছে বেশি বড়।
প্রথম টি-টোয়েন্টিতে দেড়শ ছুঁতে না পারার পর নোয়া ক্রোস বলেছিলেন, ‘আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’ তবে মাঠের ক্রিকেটে নেদারল্যান্ডসের পারফরম্যান্স ছিল পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে ১৩৬ রান করতে পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা টেনেটুনে একশ পার করেছে। নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে ডাচদের ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয় পেয়েছে স্বাগতিকরা। ৯ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এই সিরিজের আগে সতর্ক বাংলাদেশ। নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসের মতো ছোটো দলের বিপক্ষে হারলে অনেক সমালোচনার মুখে পড়তে হবে বাংলাদেশকে।
এসএ টোয়েন্টির সূচি ঘোষণা হয়েছে আগেই। যদিও প্লে অফের ম্যাচগুলোর ভেন্যু তখন নিশ্চিত করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার আয়োজকরা জানিয়েছে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের সঙ্গে ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসছে তারা। আগেই জানা গেছে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল।
এশিয়া কাপের দল চূড়ান্ত করতে মঙ্গলবার মুম্বাইয়ে আলোচনায় বসছেন ভারতীয় দলের নির্বাচকরা। তবে পছন্দ অনুযায়ী দল গোছাতে হিমশিম খেতে হতে পারে ভারতকে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক শুভমান গিল ও মোহাম্মদ সিরাজকে বেছে নিতে কঠিন পরীক্ষায় পড়বেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ 'এ' দল। যেখানে দলের সঙ্গে আছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। সামনে থেকে জিসান আলম-নুরুল হাসান সোহানদের খেলা দেখছেন তিনি। ‘এ’ দলকে সবসময়ই ধরা হয় জাতীয় দলে ঢোঁকার সিঁড়ি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।