টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত-হৃদয়, বাদ মিরাজ-তাসকিন

ছবি: বাংলাদেশ দলের একাংশ

টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। দলে টিকে গেছেন শামীম হোসেন পাটোয়ারি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক লিটন
৬ ঘন্টা আগে
টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি অলরাউন্ডার আফিফ হোসেনেরও। ক্যারিবীয় সফরে ছিলেন না পেসার মুস্তাফিজুর রহমানও। তিনিও আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে ফিরেছেন। সামনেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে।

পাকিস্তান যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে সিরিজটি। দুটি ম্যাচই হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচগুলো।
কেন শান্ত, কেন নেই মিরাজ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
২ ঘন্টা আগে
এরপর ২৫ মে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।
বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।