নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর

ছবি: নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন

সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। আর তাতেই পিএসএল ড্রাফটে হট কেক ছিলেন নাহিদ। তাকে দলে নেয় পেশোয়ার জালমি।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
৪ ঘন্টা আগে
দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। এর মধ্যে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দল পেয়েছেন রিশাদ হোসেনও। তিনি পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

যদিও এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের কেউই এখনও অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করেননি। যদিও শান্তর প্রত্যাশা, এদের প্রত্যেকেই আসন্ন পিএসএলে খেলার সুযোগ পাবেন।
লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান
২৩ ঘন্টা আগে
মিরপুরে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর।