নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর

নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগের (পিসএল) এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। পিএসএল চলার সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। যার কারণে নাহিদ-রিশাদদের পিএসএলে খেলা নিয়ে খানিকটা শঙ্কাও আছে। যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, পিএসএলে খেলুক নাহিদ-লিটনরা।

promotional_ad

সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। আর তাতেই পিএসএল ড্রাফটে হট কেক ছিলেন নাহিদ। তাকে দলে নেয় পেশোয়ার জালমি।


আরো পড়ুন

ফিটনেসের তথ্যের ভিত্তিতে নাহিদ-তাসকিনদের পর্যবেক্ষণ করছেন কেলি

১২ আগস্ট ২৫
নাথান কেলির প্রশিক্ষণে ব্যস্ত ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। এর মধ্যে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দল পেয়েছেন রিশাদ হোসেনও। তিনি পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।


promotional_ad

যদিও এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের কেউই এখনও অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করেননি। যদিও শান্তর প্রত্যাশা, এদের প্রত্যেকেই আসন্ন পিএসএলে খেলার সুযোগ পাবেন।


আরো পড়ুন

শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে বিসিবির পারফরম্যান্স মূল্যায়ন করলেন লিটন-মিরাজরা

১৯ আগস্ট ২৫
বিসিবি

মিরপুরে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’


আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ৩৪ ম্যাচের ফ্র‍্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball