‘নাবিক’ মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

ছবি: অবসরের পরদিন সতীর্থদের নিয়ে মিরপুরে কেক কেটেছেন মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল থেকে বিদায় নেয় খানিকটা ‘দ্বিতীয় সারির’ অস্ট্রেলিয়া। ২০২৭ বিশ্বকাপের ভাবনায় তরুণদের জায়গা করে দিতে ম্যাচ শেষে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্টিভ স্মিথ। তারকা ব্যাটারের এমন ঘোষণায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা
২৪ মার্চ ২৫
স্মিথকে প্রশংসা করলেও তাকে টেনে মাহমুদউল্লাহ ও মুশফিককে সমালোচনায় বিদ্ধ করেছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। দিনের প্রায় পুরোটা সময় জুড়েই সমালোচিত হয়েছেন, বিদ্রুপ মন্তব্যের শিকারও হয়েছেন। এত কিছু হয়ত এড়ায়নি মুশফিকের চোখও। পরবর্তীতে ৫ মার্চ রাতে ৫০ ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।
অবসরের পর মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতিতে দেয় বিসিবি। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ না হলেও পরবর্তী সময়ে তাকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে দেশের ক্রিকেট বোর্ড। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সভাপতি জানিয়েছেন, মুশফিক বাংলাদেশের ক্রিকেটের নাবিকদের অন্যতম একজন এবং সে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘(মুশফিককে সংবর্ধনা) এটা আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে। আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে।
২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি
৩২ মিনিট আগে
‘পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেয়া যায়।’
২০০৬ সালের আগষ্টে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকের। কদিন আগে নিজের শেষ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলেছেন তিনি। ৯ সেঞ্চুরি ও ৪৯ হাফ সেঞ্চুরিতে ৩৬.২৬ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ওয়ানডের আগে টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আপাতত টেস্ট খেলা চালিয়ে যাবেন মুশফিক।