promotional_ad

অবসরের সিদ্ধান্ত প্লেয়ারের ওপরই ছেড়ে দেয়া উচিত: আকরাম

মুশফিকুর রহিম, আকরাম খান ও মাহমুদউল্লাহ রিয়াদ (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে ব্যর্থ হয়েছেন দেশের ক্রিকেটের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, শীঘ্রই অবসরে যাচ্ছেন এই দুই ক্রিকেটার। যদিও আগামী বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে তাদেরকে। অবসরের সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

promotional_ad

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৪ ঘন্টা আগে
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

এর ফলে এই ব্যাটারকে নিয়ে চারিদিকে সমালোচনা বইছে। একই অভিজ্ঞতা মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডেতে ভালো ফর্ম থাকলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হালকা চোটের কারণে খেলতে পারেননি। আর কিউইদের বিপক্ষে ফিরে করেছেন মাত্র ৪ রানে।



promotional_ad

এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটিতে এই দুজনের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক ফিরে যান স্লগ সুইপ খেলে, আর মাহমুদউল্লাহ ফিরে যান ডাউন দ্যা গ্রাউন্ডে বড় শট হাঁকাতে গিয়ে। অথচ পরিস্থিতি বিবেচনায় দুজনের শটই ছিল কাণ্ডজ্ঞ্যানহীন।


তবুও তাদের পক্ষ নিয়ে আকরাম বলেন, 'আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একমাত্র প্লেয়ারই বলতে পারবে সে কখন... (থামবে), ওর ফিটনেস, চাপ কীভাবে নিচ্ছে খেলার সময়, এটা শুধু সে প্লেয়ারই বুঝতে পারে, এটা তার ওপরই নির্ভর করে। এবং ফিউচার, সে কোন অবস্থায় আছে। এগুলো প্লেয়ারের উপরেই ছেড়ে দেয়া উচিত।'



'ওর সিদ্ধান্ত ওর, যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, অন্য প্লেয়ার আছে, ওরা মিলে বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এসব নিয়ে বাইরে আলোচনা, এটা সম্মানজনক দেখায় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball