অবসরের সিদ্ধান্ত প্লেয়ারের ওপরই ছেড়ে দেয়া উচিত: আকরাম

ছবি: মুশফিকুর রহিম, আকরাম খান ও মাহমুদউল্লাহ রিয়াদ (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৪ ঘন্টা আগে
এর ফলে এই ব্যাটারকে নিয়ে চারিদিকে সমালোচনা বইছে। একই অভিজ্ঞতা মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডেতে ভালো ফর্ম থাকলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হালকা চোটের কারণে খেলতে পারেননি। আর কিউইদের বিপক্ষে ফিরে করেছেন মাত্র ৪ রানে।

এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটিতে এই দুজনের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক ফিরে যান স্লগ সুইপ খেলে, আর মাহমুদউল্লাহ ফিরে যান ডাউন দ্যা গ্রাউন্ডে বড় শট হাঁকাতে গিয়ে। অথচ পরিস্থিতি বিবেচনায় দুজনের শটই ছিল কাণ্ডজ্ঞ্যানহীন।
তবুও তাদের পক্ষ নিয়ে আকরাম বলেন, 'আমি মনে করি সিনিয়র ক্রিকেটারদের সম্মান করা উচিত। একমাত্র প্লেয়ারই বলতে পারবে সে কখন... (থামবে), ওর ফিটনেস, চাপ কীভাবে নিচ্ছে খেলার সময়, এটা শুধু সে প্লেয়ারই বুঝতে পারে, এটা তার ওপরই নির্ভর করে। এবং ফিউচার, সে কোন অবস্থায় আছে। এগুলো প্লেয়ারের উপরেই ছেড়ে দেয়া উচিত।'
'ওর সিদ্ধান্ত ওর, যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, অন্য প্লেয়ার আছে, ওরা মিলে বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এসব নিয়ে বাইরে আলোচনা, এটা সম্মানজনক দেখায় না।'