সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি

ছবি: ফিল সিমন্স ও মুশতাক আহমেদ, বিসিবি

চুক্তি নবায়ন করা হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গেও। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে বিভিন্নসময় এই কোচের সঙ্গে সিরিজ ভিত্তিক চুক্তি করেছে বিসিবি। এবার তার সঙ্গে লম্বা সময়ের জন্যই চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার সঙ্গেও ২০২৭ পর্যন্ত চুক্তি হতে যাচ্ছে বিসিবির।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন মুশতাক
৮ ফেব্রুয়ারি ২৫
সোমবার বিসিবির ১৮ তম বোর্ড সবা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই পাকিস্তানি কোচের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। সেই সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গেও চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোচদের প্রসঙ্গে ফাহিম গণমাধ্যমকে বলেছেন, 'আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। তাদের সঙ্গে যদি আমাদের বনিবনা না হয়, তাহলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারব।'

দুজন নতুন স্পিন কোচ নিয়োগ দেয়ার ব্যাপারে ফাহিম বলেছেন, 'ফিল্ডিংয়ের ব্যাপারটিতে আমরা জোর দিতে চাই। দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই, তা নয়। তবে আমাদের মনে হয়েছে, খুব উঁচু মানের ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল নয়, নিচেও কাজ করবে। এইচপি দল, ডেভেলপমেন্টে কাজ করতে চাইবে। এজন্য দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে এবং আমরা দুজনেরই খোঁজ করব।'
মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি ২৫
গেল বছর এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন সাবেক এই লেগ স্পিন কিংবদন্তি। তার অধীনে নিয়মিত দেশে এবং দেশের বাইরে পারফর্মও করছেন বাংলাদেশের স্পিনাররা।
৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।