promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে সফরে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান্ত ফেরায় সহ-অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

promotional_ad

পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সহ-অধিনায়ক রহমত শাহ, ভারতের শুভমান গিল।  বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা বাকিদের কেউই সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি। ৮ দলের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে অবশ্য সহ-অধিনায়কের নাম প্রকাশ করেছে বিসিবি। ভবিষ্যত অধিনায়কের ভাবনা থেকে শান্তর ডেপুটি হিসেবে মিরাজকে বেছে নিয়েছে তারা। 


আরো পড়ুন

‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

২০ ফেব্রুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

সবশেষ বিপিএলে চলাকালীন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। তিন সংস্করণের অধিনায়ক ছাড়তে চাওয়া বাঁহাতি ব্যাটার অবশ্য এখনও টেস্ট এবং ওয়ানডের দায়িত্বে আছেন। ব্যাটিংয়ে মনোযোগ দেয়ার ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি অধিনায়ক থাকবেন কিনা নিশ্চিত না। তখন বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন মিরাজ। 



promotional_ad

২০২৪ নভেম্বরে-ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর অনেকটাই এগিয়ে রাখবে তাকে। এ ছাড়া টেস্ট এবং ওয়ানডেতে ধারাবাহিকভাবে পারফর্মও করছেন মিরাজ। এ ছাড়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের সহকারী হিসেবে থাকা শান্তর অধিনায়ক হওয়া সেটার ইঙ্গিতই দিচ্ছে। 


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

১৩ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

বিপিএলের সবশেষ আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন খালেদ আহমেদ। চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন তিনি। আরেক পেসার হাসান মাহমুদ খুলনা টাইগার্সের হয়ে নিয়েছেন ১৪ উইকেট। এমন পারফরম্যান্স করা দুজনের কেউই নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। 



যদিও তাদের দুজনকেই সঙ্গে নিয়ে দুবাই যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের প্রস্তুতির স্বার্থে হাসান ও খালেদকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও টুর্নামেন্ট শুরু হতেই দেশে ফিরবেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর আগে অবশ্য পাকিস্তান শাহীনসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball