বাংলাদেশের দেয়া ১৩৭ রানের লক্ষ্য ২৪.১ ওভারের মধ্যে পেরিয়ে গেছে কিউইরা। তাও আবার ৭ উইকেট হাতে রেখে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন থমাস রিউ। আর ৯ রান করে অপরাজিত ছিলেন কালেব ফ্লেকোনার। ৩৪ রান এসেছে বেন মায়েসের ব্যাট থেকে। ওপেনার বেন ডাউকিন্স করেছেন ২৭ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন আল ফাহাদ। আর একটি উইকেট পেয়েছেন সামিউন বশির রাতুল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। সেবাস্তিয়ান মরগানের বলে আউট হয়েছেন জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন রিফাত বেগ ও আজিজুল হাকিম। তারা দুজনে মিলে ৪৬ রানের জুটি গড়েন। ৩৬ বলে ৩১ রানের ইনিংস খেলে রিফাত ফিরলে ভাঙে তাদের জুটি। একটু পর ফিরে গেছেন আজিজুলও। বাংলাদেশের অধিনায়ক ফেরেন ২০ রানে।
পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাংলাদেশ। দ্রুতই ফিরেছেন কালাম সিদ্দিকী অ্যালিন, রিজান হোসেন, সামিউন বশির রাতুলরা। একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৪ বলে ২৫ রান করেছেন। শেষের দিকে শাহরিয়ার আহমেদ করেন ১৮ রান। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৩৬ রানে অল আউট হয় বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে মরগান তিনটি এবং দুইটি করে উইকেট নিয়েছেন আলবার্ট ও লাম্বডসেন।