মিরপুরে চালকের আসনে বাংলাদেশ
দ্বিতীয় দিনের শেষ বিকেলে পথ হারালেও তৃতীয় দিনের সকালে আয়ারল্যান্ডের হয়ে শুরুটা ভালো করেছিলেন লরকান টাকার ও স্টিফেন দোহেনি। জুটি ভাঙার সঙ্গে সফরকারীদের আটকে দেয়ার কাজটা করেছেন তাইজুল ইসলাম। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামানোর কাজটা করেছেন বাঁহাতি এই স্পিনার। সঙ্গী ছিলেন হাসান মুরাদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদরা। সুযোগ থাকলেও আইরিশদের ফলোঅন করায়নি বাংলাদেশ। ২১১ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। ৩৬৭ রানের লিড নিয়ে মিরপুরে টেস্ট চালকের আসনে এখন নাজমুল হোসেন শান্তর দল।