জয়ের প্রশংসায় আয়ারল্যান্ড কোচ, আক্ষেপ বোলারদের নিয়ে

বাংলাদেশ
জয়ের প্রশংসায় আয়ারল্যান্ড কোচ, আক্ষেপ বোলারদের নিয়ে
আয়ারল্যান্ড দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ গ্যারি উইলসন। এই টেস্টে কারা এগিয়ে আছে সেটা নিশ্চিত করার জন্য দ্বিতীয় দিনের দিকে তাকিয়ে ছিলেন। উইলসন নিশ্চিতভাবেই স্কোরকার্ড দেখার পর বাংলাদেশকেই এগিয়ে রাখবেন।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ মাত্র ১ উইকেটে ৩৩৮ রান করে দিন শেষ। এর আগে আইরিশরা গুটিয়ে গেছে ২৮৬ রানে। এরই মধ্যে ৫২ রানের লিড নিশ্চিত করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের বড় ভিত গড়ে দিতে অবদান রেখেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন।

১২৪ বলে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। এর আগে ৮০ রান করে আউট হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড দলের সহকারী কোচ হেনরিখ মালান। তিনি মনে করেন স্কোরকার্ডই বলে দিচ্ছে তাদের জন্য দিনটা কতটা কঠিন গেছে। প্রত্যাশিত শুরু না পাওয়ার আক্ষেপ করেছেন তিনি।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'স্কোর বোর্ড দেখলেই বুঝতে পারবেন আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা দিন ছিল। আমার মনে হয় দিনের মাঝের সময়টাতে আমরা বেশ ভালো করছিলাম। কিন্তু আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। দিনের শেষ দিকে তাদের ব্যাটাররা ভালো করেছে, আমাদের জন্য আরও কঠিন হয়েছে।'

জয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে মালান যোগ করেন, 'সে (জয়) খুবই ভালো খেলেছে। যেটা আমি একটু আগেও বললাম তারা আমাদের খুব বেশি সুযোগ দেয়নি। বাংলাদেশের ব্যাটাররা সলিড ইনিংস খেলেছে। আমার মনে হয়েছে এটা শুধু হাইলাইটস। এটাই প্রমাণ করে তাদের কন্ডিশনে তারা কত ভালো। এমন কিছু সময় ছিল যখন তারা থার্ড গিয়ারে ব্যাটিং করেছে। আমরা চেষ্টা করেছি। তবে তারা যখন থিতু হয়েছে তখন তাদের বোলিং করাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল।'

সারা দিনই আয়ারল্যান্ডের বোলাররা হতাশ করেছেন। একমাত্র সুযোগকে তারা কেবল সাদমানকে ফেরাতে পেরেছেন। সহকারী কোচ নিজেদের ফিল্ডিংয়েও দুষেছেন দ্বিতীয় দিনের খেলা শেষে। এই কোচ অবশ্য আশাবাদী তৃতীয় দিন ঘুরে দাঁড়াবে আয়ারল্যান্ড। তাদের মূল লক্ষ্যই হয়তো থাকবে বাংলাদেশের সংগ্রহ আর বাড়তে না দেয়া।

লক্ষ্যের কথা জানিয়ে মালান বলেন, 'সত্যি বলতে আজকে সারাদিনে আমরা মাত্র একটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় না আমাদের ফিল্ডিং খুব বেমি খারাপ ছিল। আমাদের গ্রাউন্ড ফিল্ডিং খুবই ভালো ছিল। আমরা যদি ওই একটা সুযোগ নিতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমরা সারাদিনই আলোচনা করছিলাম যে চাপ তৈরি করে সুযোগ সৃষ্টি করতে হবে। কাল আমাদের জন্য বড় একটা দিন। আশা করি আমরা আরও বেশি সুযোগ তৈরি করতে পারব এবং সেগুলোকে কাজে লাগাতে পারব।'

আরো পড়ুন: মাহমুদুল হাসান জয়