
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনার হবেন, ২ মাস আগেই ভেবে রেখেছিলেন মারুফা
গতি ও ইনসুইংয়ের সংমিশ্রণে পাকিস্তানের টপ অর্ডারকে বোকা বানিয়েছেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই ডেলিভারিতে বোল্ড করেছেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। প্রথম স্পেলে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো পরীক্ষা নিয়েছেন ডানহাতি এই পেসার। ৭ ওভারে ৩১ রান খরচায় ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক হবেন, এমনটা দুই মাস আগেই ভেবে রেখেছিলেন মারুফা। ম্যাচ শেষে জানিয়েছেন তিনি নিজেই।