টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী দল
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
পারল না বাংলাদেশ। নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো সুমাইয়া আক্তারের দলের। ভারতের কাছে ৪১ রানের ব্যবধানে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাঘিনীদের হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত।
দাপুটে পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের কাছে হেরে হোঁচট খান সুমাইয়া আক্তার স্বর্ণারা। সুপার ফোরের প্রথম ম্যাচে হারলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারানোয় ২ পয়েন্ট আগে থেকেই ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালকে হারালেই তাই ফাইনালে উঠার সুযোগ ছিল তাদের। এমন ম্যাচে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে সুমাইয়াদের প্রতিপক্ষ ভারত।
শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে এসেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে আট উইকেটে হেরে সুপার ফোরের যাত্রাটা ভালো হলো না বাংলাদেশের।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে আজ মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এই আসরটির শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশ।
পুরুষ জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় উপহার দিয়েছে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলও। নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাঘিনীরা।