promotional_ad

বিজয় দিবসে জিতল নারী ক্রিকেট দলও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, সংগৃহীত
পুরুষ জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় উপহার দিয়েছে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলও। নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাঘিনীরা।

promotional_ad

বৃষ্টির কারণে এই ম্যাচটি ১৭ ওভারে নেমে আসে। টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে নয় উইকেটে ১২২ রান। বাংলাদেশের রান একশ পার করায় চারটি ছোট এবং কার্যকরী ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন।


এই ইনিংসে তিনটি ছক্কা হাঁকান সাদিয়া। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলেন।


promotional_ad

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। সাত ওভারে দলটি তোলে দুই ‍উইকেটে ৪৭ রান। এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পথ হারায় দলটি।


অধিনায়ক সুমাইয়া আক্তার ১২ রানে তিনটি এবং ফারজানা ইয়াসমিন ও নিশিতা আক্তার দুটি করে উইকেট নেন। তাদের আঁটসাট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।


শেষ পযন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে। টুর্নামেন্টে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে, আগামীকাল। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball