promotional_ad

২৯ রানে অলআউট মালয়েশিয়া, গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে আজ মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এই আসরটির শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশ।

promotional_ad

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ তোলে পাঁচ উইকেটে ১৪৯ রান। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ এবং মোসাম্মদ ইভা ১৬ বলে ১৯ রান করে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন।


৪৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটার জান্নাতুল মাওয়া। এ ছাড়া সাতে নেমে ১৯ বলে ৩১ রানের ক্যামিও খেলেন সাদিয়া আক্তার। ৪৫ রানে প্রথম উইকেট হারালেও ব্যাটিংয়ের সময় এক পর্যায়ে ৮৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।


সেখান থেকে মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান। এই দুজনের জুটিতেই মূলত বড় রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া। ১২০ রানে জিতে বাংলাদেশ।


promotional_ad

মালয়েশিয়ার ইনিংসে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া তিন রান আসে দুজনের ব্যাটে, দুই রান করেন একজন এবং এক রানে ফিরে যান চারজন।


এ দিন শূন্য রানে ফিরেন তিনজন। মালয়েশিয়ার ২৯ রানের মধ্যে ১২ রানই আসে অতিরিক্তর খাতা থেকে! বাংলাদেশের হয়ে অফ স্পিনার নিশিতা আক্তার তিন রানে নেন পাঁচ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম পাঁচ রানে তিন উইকেট নেন। এ ছাড়া লেগ স্পিনার আনিসা আক্তার পাঁচ রান খরচায় নেন দুই উইকেট।


পরের রাউন্ডে, অর্থাৎ সুপার ফোরে বাংলাদেশ খেলবে ভারত ও নেপালের বিপক্ষে। সুপার ফোরের বাকি দলটি হচ্ছে শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball