৩০ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। বাংলাদেশ সফরে ঢাকায় এসে দলটি আরেকটি ফ্লাইটে কক্সবাজারে যাবে।
সেখানেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সমস্ত ম্যাচ খেলবে এই দুই দল। ১ ও ২ ডিসেম্বর পাকিস্তান দল কক্সবাজার অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবে। এরপর ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে কক্সবাজার অ্যাকাডেমি গ্রাউন্ডে। প্রতিটি ম্যাচই হবে দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত।
ম্যাচের ফাঁকে ফাঁকে ৪, ৬, ৯ ও ১১ ডিসেম্বর দলটি অনুশীলন করার কথা রয়েছে। লম্বা সফরে শুধুমাত্র ৮ ডিসেম্বর রাখা হয়েছে বিশ্রামের দিন হিসেবে। ১৩ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।