সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের বড় হার
ছবি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, ফাইল ফটো
গত ম্যাচে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। আজ এই দলটিই বড় হারের স্বাদ নিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করল। অবশ্য হার দিয়ে সুপার ফোর শুরু করলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়া ২ পয়েন্ট আছে বাংলাদেশের হিসেবে।
যার কারণে আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনাল খেলতে পারবে বাঘিনীরা। কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভারতের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ।
দলটির শুরুটা অবশ্য খারাপ ছিল না। ফাহমিদা ছোঁয়া ও এমএসটি ইভা উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে তোলেন ২৭ রান। ষষ্ঠ ওভার থেকেই উইকেট পড়া শুরু হয়। ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা চার বলের মধ্যে ফিরিয়ে দেন ১৯ বলে ১৪ রান করা ইভা এবং ১৪ বলে ১০ রান করা ফাহমিদাকে।
২৭ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। অথচ ১৪তম ওভারে ৪৬ রান তুলতে সাতটি উইকেট হারায় দলটি। এরপর দলের রানটাকে ৮০ স্পর্শ করান ফারজানা ইয়াসমিন (২১ বলে ৮), নিশিতা আক্তার (১৭ বলে ১০) ও হাবিবা ইসলাম (চার বলে ১১)।
হাবিবার একটি চার ও ছক্কায় শেষ পাঁচ বলে বাংলাদেশ পায় ১৮ রান। জবাবে ১২.১ ওভারেই এই রান পেরিয়ে যায় ভারতীয়রা। ২২ রানের মধ্যে ভারতের প্রথম দুই উইকেট তুলে নিয়ে একটু আশা জাগান বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার।
কিন্তু ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দেন গোঁগাদি তৃষা এবং নিকি প্রসাদ। ৪৫ বলে ৫৮ রান করেন তৃষা। অধিনায়ক নিকির ব্যাটে আসে ১৫ বলে ২২ রান।