টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নামিবিয়া
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। দলটি ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাসের নেতৃত্বে অংশগ্রহণ করবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। দলটি ভারতে এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাসের নেতৃত্বে অংশগ্রহণ করবে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্যারি কারস্টেনকে পরামর্শ হিসেবে দায়িত্ব দিয়েছে নামিবিয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন সাউথ আফ্রিকার সাবেক এই ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নামিবিয়া।
ম্যাচ জিততে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ১১ রান। ব্যাটিংয়ে জ্যান গ্রিনের সঙ্গে রুবেন ট্রাম্পেলমান। সাউথ আফ্রিকার অধিনায়ক দোনোভান ফেরেইরা আস্থা রাখলেন আন্দিলে সিমিলানের উপর। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের গিয়ে লং লেগের উপর দিয়ে পুল করে ছক্কা মারেন গ্রিন। পরের বলে সিঙ্গেল নিয়ে সমীকরণটা আরও সহজ করে নিয়ে আসেন। তখন নামিবিয়ার প্রয়োজন ৪ বলে ৪ রান।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নামিবিয়া। আগামী ১১ অক্টোবর তারা একে অপরের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহুকে।