ভারতকে একাই জেতালেন তিলক
ছবি: ভারতকে জিতিয়ে ফেরার পথে তিলক ভার্মাকে কুর্নিশ জানাচ্ছিলেন অধিনায়ক তিলক ভার্মা
স্যামসন ফেরার পর এক প্রান্তে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলদের ফিরতে দেখলেন তিলক। েইংল্যান্ডের বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করাটা কঠিন হওয়ার কথা ছিল না ভারতের জন্য। অথচ একটা সময় যেন সেটাই পাহাড়সম লক্ষ্য হয়ে দাঁড়াল। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে ঠাণ্ডা মাথায় স্বাগতিকদের টেনেছেন, জয়ের স্বপ্নও দেখিয়েছেন তরুণ এই ব্যাটার।
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
১০ ঘন্টা আগেঅষ্টম ব্যাটার হিসেবে আর্শদীপ সিং যখন আদিল রশিদকে উইকেট দিয়ে ফিরলেন তখনও ভারতের প্রয়োজন ১৮ বলে ২০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সমীকরণ মেলানো কঠিন হওয়ার কথা নয় নিশ্চিতইভাবেই। ৬১ রানে তিলক অপরাজিত থাকলেও অপর প্রান্তে রবি বিষ্ণই কিংবা বরুণ চক্রবর্তী দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে তিলক ও ভারতের জন্য কাজটা সহজ করে দিয়েছেন ২ চারে ৫ বলে ৯ রানে অপরাজিত থাকা বিষ্ণই।
বাকি কাজটা অনায়াসে সেরেছেন তিলক। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভার দিয়ে চার মেরে তিলক ভারতের জয় নিশ্চিত করেছেন ৪ বল এবং ২ উইকেট হাতে থাকতেই। তিলক শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৫৫ বলে ৭২ রানের ইনিংস খেলে। টানা দুই জয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত।
নীতিশের চোটে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন দুবে
২৫ জানুয়ারি ২৫টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের হয়ে আরও একবার ব্যর্থ হয়েছেন ফিল সল্ট। ইনিংসের প্রথম ওভারেই স্কয়ার লেগ তাকে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন আর্শদীপ। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে বেন ডাকেটের উইকেট তুলে নেন ওয়াশিংটন। ২৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক ও জস বাটলার। ১৩ রান করা ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ।
প্রথম টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করা বাটলার এদিনও পঞ্চাশ ছোঁয়ার কাছেই ছিলেন। ৪৫ রানের ইনিংস খেলা ইংলিশ অধিনায়ককে নিজের শিকার বানিয়েছেন অক্ষর। জেমি স্মিথ ভালো শুরুর আভাস দিলেও ১২ বলে ২২ রান করে ফিরতে হয়েছে তাকে। শেষ বেলায় কার্সের ৩১ রানে দেড়শ ছাড়িয়ে যায় ইংল্যান্ড। সফরকারীদের ১৬৫ রানের পুঁজি পাওয়ার দিনে ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর ও বরুণ।